সাম্প্রতি দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলতে গিয়ে গুরুতর চোট পায় অসি পেসার মিশেল স্টার্ক । যার ফলে ২০১৮ আইপিএল থেকে ছিটকে যান তিনি, যা কলকাতা নাইট রাইডারের চিন্তার কারণ হয়ে দাড়ায় । কিন্তু স্টার্কের পরিবর্তে কাকে আনা হবে তা আইপিএল-এর গভার্নিং কাউন্সিল বা নাইট রাইডারের সিইও ভেঙ্কি মাইসোর কোনো কথা না বললেও বিস্ময়কর ভাবে তা প্রকাশ হয়ে গিল।
স্টার্কের বদলে দলে আসছেন ইংল্যান্ডের যুব পেসার টম কুরান। ২৩ বছরের এই ডানহাতি পেসারকে ১ কোটি টাকা দিয়ে কিনেছে নাইট রাইডার। ইংল্যান্ডের একটি কাউনটির ওয়েবসাইটে একথা ফাঁস হয়ে যায়। টম কুরান জানান যে কেকেআর-এর হয়ে আইপিএল খেলতে পেরে তিনি খুব গর্ববোধ করছেন। আইপিএল-এর অভিজ্ঞতা তার ভবিষ্যতে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার সুযোগও বাড়িয়ে দেবে বলে জানান তিনি।