‘মিসিং মজনু’

লম্বা, ফর্সা, হ্যান্ডসাম; বয়স ২৪ বছর। নিরুদ্দেশ। প্রিয় মজনু, বাড়ি ফিরে এসো। সবাই খুব খারাপ আছে। তোমার সব দাবী মেনে নেওয়া হবে। লায়লাই তোমার পাত্রী হবে...

বয়ানের ভাষা ইংরেজি। এই মর্মে একটি বিজ্ঞাপন গত কয়েকদিন ধরে ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে দেওয়ালে। বিজ্ঞাপনে শেরওয়ানী গায়ে ঝকঝক এক তরুণের ছবি। সেই-ই নিখোঁজ হওয়া মজনু।

চলতি মাসেই এক ইংরেজি দৈনিকে প্রকাশিত হয়েছে বিজ্ঞাপনটি। তারই ছবি ঘুরে বেড়াচ্ছে নেটিজেনদের ওয়ালে। নতুন ভাইরাল।কে এই মজনু? কোথা থেকেই বা হারালো জানতে চাইলে পড়তে হয় বিজ্ঞাপনের শেষ পর্যন্ত। সেখানেই আসল চমক!

কেউ নিখোঁজ হয়নি। এ আসলে বিজ্ঞাপনের চমক। কলকাতার নিউমার্কেট অঞ্চলের এক শেরওয়ানী বিপনীর বিজ্ঞাপন। বিপনীর বৃত্তান্ত থেকে কার পার্কিং-এর খুঁটিনাটি সমস্ত তথ্য দেওয়া হয়েছে নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণার ওই ইঞ্চি মাপের কলামের মধ্যেই।

বুদ্ধিদীপ্ত এই বিজ্ঞাপনের চমক চমকে দিয়েছে সোশ্যাল মিডিয়া থেকে বিজ্ঞাপন জগতের ক্রিয়েটিভদেরও। ভাষা এবং উপস্থাপনায় নজরকাড়া। বিজ্ঞাপন দুনিয়ার জগতে পেশাদারদের ভাষায় পরিবর্তনের ঢেউ লেগেছে বিজ্ঞাপন দুনিয়াতেও। এমন অভিনব বিজ্ঞাপন ভাবনা তারই ফসল।

বিজ্ঞাপনের মজনু ঘরে ফিরুক না ফিরুক, বিপনীতে যে শুধুমাত্র কৌতুহলের বশেই অনেক মজনু-লায়লার ভিড় হবে বলাই যায়! দৌলতে সোশ্যাল মিডিয়া!

 

ছবি: সোশ্যাল মিডিয়া

এটা শেয়ার করতে পারো

...

Loading...