রীতা ফারিয়া, ঐশ্বর্য রাই, ডায়ানা হেডেন, প্রিয়াঙ্কা চোপড়া, যুক্তা মুখী, মানুশি চিল্লার- ২৭ বছরে ছয় ভারতসুন্দরী সৌন্দর্যে মুগ্ধ করেছিল গোটা বিশ্বকে। তাঁদের মাথায় উঠেছিল ‘পৃথিবী সুন্দরী’র তাজ। তিন দশক পর গ্ল্যামার, বিউটির চোখ ঝলসানো আভায় ফের গোটা পৃথিবীর নজর কাড়তে চলেছে ভারত।
দীর্ঘ তিন দশক পর ভারতে বসতে চলেছে মিস ওয়ার্ল্ড সৌন্দর্য প্রতিযোগিতার আসর। বৃহস্পতিবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হয় ২০২৩-এর নভেম্বরে ভারতের মাটিতে আয়োজিত হতে চলেছে ৭১তম প্রতিযোগিতার আসর। তারিখ ও স্থান পরে জানা যাবে। এবার প্রতিযোগীর সংখ্যা ১৩০। এ বছর মিস ওয়ার্ল্ডে ভারতের প্রতিনিধিত্ব করছেন ২১ বছর বয়সী সিনি শেট্টি।
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ২০২২ মিস ওয়ার্ল্ড ক্যারোলিনা বিলস্কা এবং মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২২ সিনি শেট্টি। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার অর্গানাইজেশনের চেয়ারপারসন এবং সিইও জুলিয়া মোর্লে বলেছেন, ‘৭১তম মিস ওয়ার্ল্ড ফাইনাল ভারতে অনুষ্ঠিত হবে৷ এবারে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার সমস্ত আয়োজন করবে ভারত’।
২০২২ সালে পোর্তা রিকায় অনুষ্ঠিত হয়েছিল মিস পোল্যান্ডের কারোলিনা বিয়েলস্কার মাথায় উঠেছিল বিশ্বসুন্দরীর মুকুট। ভারতের মনসা বারাণসী সেরা ১৩-এ পৌঁছেছিলেন।
১৯৯৬ সালের ২৩ নভেম্বর ভারতে আয়োজিত হয়েছিল মিস ওয়ার্ল্ড। ৮৮ জন প্রতিযোগীকে হারিয়ে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সেরা সুন্দরী হয়েছিলেন গ্রীসের সুন্দরী ইরেন স্ক্লিভা। ভারতীয় সুন্দরী রানি জয়রাজের ছিলেন পঞ্চম স্থানে।
এবার প্রায় এক মাস ধরে চলবে এই প্রতিযোগিতার প্রস্তুতি। তাতে প্রতিযোগীরা বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত হবেন। নিজেদের প্রতিভার পরিচয় দেবেন। সমাজসেবামূলক কাজও করবেন। তার ভিত্তিতেই বেছে নেওয়া হবে সেরা সুন্দরী।
১৯৬৬ সালে ভারতীয় মিস ওয়ার্ল্ড বিজয়ী - রীতা ফারিয়া
১৯৪৪ - ঐশ্বরিয়া রাই
১৯৯৭ - ডায়ানা হেডেন
১৯৯৯ - যুক্তা মুখে
২০০০ - প্রিয়াঙ্কা চোপড়া
২০১৭ - মানুশি চিল্লার