আজ থেকে টেলিভিশনের পর্দায় আসছে দুটি নতুন ধারাবাহিক। 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' এবং 'শ্রীময়ী'। দুটির স্বাদ এক্কেবারে ভিন্ন।
'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'-এ আছে কমেডি আর রোমান্সের মাখামাখি। রয়েছে সিরিয়াস একটি বিষয়ও। একদিকে পুরুষ বাহিনী অন্যদিকে মহিলা বাহিনী। পুরুষ অধ্যুষিত বাড়িতে মহিলাদের জায়গা নেই। একইভাবে মহিলা অধ্যুষিত বাড়িতে পুরুষদের কোনও জায়গা নেই। এরা প্রত্যেকে নিজেদের সেরা মনে করে। ঘোষ বাড়ির পুরুষ বাহিনীতে রয়েছেন রজত গাঙ্গুলি; যুধাজিত বন্দ্যোপাধ্যায়; শুভ্রজিত দত্ত; কৌশিক চক্রবর্তী এবং নবাগত মৈণাক। আর সরকার বাড়ির মহিলা বাহিনীতে সোহিনী সান্যাল; ঐশ্বর্য সেন; অনুরাধা রায়; মল্লিকা মজুমদার।ঐশ্বর্য এখানে ধরা দেবেন মিষ্টু নামে।আর মৈণাক ধরা দেবেন কিংশুক নামে।এদের প্রেমেই বদলে যাবে দুই পরিবারের গোঁড়ামি আর একগুঁয়েপনা। গল্প তেমনটাই বলছে। জানতে হলে দেখতে হবে 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'। রাত সাড়ে ৯ টায়।
ওদিকে আসছে আরও একজন। নাম তার শ্রীময়ী। পাক্কা গিন্নি সে। সংসারের সব ঝক্কি তার উপর। কিন্তু এক চুল ভুল হলে রক্ষে নেই তার। সে ইংরেজি বুলি আওড়াতে পারে না। তাই স্বামী আর মেয়ের কাছে অপদস্থ হতে হয় তাকে। স্কুলে মা'দের জন্য অমুষ্ঠান আয়োজন করা হলে মাকে সঙ্গে না নিয়ে বাবার সহকর্মীকে সঙ্গে নিয়ে স্কুলে যায় মেয়ে। এই ঘটনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে শ্রীময়ী। জীবনের এরকম নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে বয়ে চলে শ্রীময়ীর জীবন। শ্রীময়ীর চরিত্রে ইন্দ্রাণী হালদার। এই ধারাবাহিকে অভিনয় করছেন সপ্তর্ষি মৌলিকও। নাটক করেন সপ্তর্ষি। এর আগে জি বাংলা অরিজিনালস-এও দেখা মিলেছে তার। ঠাকুরমার ঝুলিতেও রাজপুত্তুরের চরিত্রে অভিনয় করেছেন। এবার পুরোদমে ধারাবাহিকে এলেন তিনি। লড়াকু একটি ছেলে প্রত্যুষ। মাকে একমাত্র সে'ই বোঝে। বাকিটা জানতে হলে আজ থেকে সন্ধে ৭ টায় দেখতে হবে 'শ্রীময়ী'। এই শ্লটে এতদিন চলত 'ইরাবতীর চুপকথা'। সেটি সম্প্রচারিত হবে রাত ১১ টায়।