দর্শক মনে মিশে যাবে ‘মিশা’

একদম অন্য স্বাদের ছবি বানাচ্ছেন পরিচালক শুভ্রাংশু বসু। ছবির নাম মিশা গল্পের কেন্দ্রে মিশা নামের একটি মেয়ে। যাকে শুধু দেখতে পায় অনি। মিশার প্রেমে পড়েছে সে। প্রথম দেখা একটি বাসস্ট্যান্ডে। গল্প জমে দুজনের মধ্যে। জমে বন্ধুত্ব। এরপর তা পরিণতি পায় প্রেমে। অনি বিয়ের প্রস্তাব দিলে রাজি হয় না মিশা। কারণ সে মুসলিম। অনির বাড়ির লোক তাকে মেনে নেবে না। অনি তার মাকে কোনওরকমে রাজি করায়। এরপর একদিন মাকে মিশার সঙ্গে দেখা করাতে নিয়ে গেলে অনির মা যা দেখল তাতে সে অজ্ঞানই হয়ে গেলমিশা একটা হাওয়া। যাকে শুধু অনিই দেখতে পায়।

devi-2

মিশা কেন একটা হাওয়া? এর ভিতরের গল্প জানতে হলে ছবির মুক্তি অবধি তো অপেক্ষা করতেই হবে। তবে হ্যাঁ, গোড়ার দিকটা একটু বলে দিই। একদিন এক কফি শপে জনাকয়েক ছেলেমেয়ে বসে ভূতচর্চা করছিলসেখানে হাজির হয় মিঃ রায় বলে এক বৃদ্ধ। সে সেই ভূতচর্চায় অংশ নেয়। তাদেরকে শোনায় মিশা আর অনির প্রেমের গল্প। গল্প শেষ হলে সেই বৃদ্ধ রাস্তায় দাঁড়িয়ে সিগারেট ধরালে সেটা নিভে যায়। এরপর সেই বৃদ্ধ হাঁটতে শুরু করে। একা নয়। কারো কাঁধে হাত রেখে সে হাঁটে। কে সে?  না আর নয়। বাকিটা পরে।

devi-3

বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন টোটা রায়চৌধুরী, সব্যসাচী চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, সুমিত সমাদ্দার, রাজেশ শর্মা, তুলিকা বসু, অরুণ বন্দ্যোপাধ্যায়, শ্যামল চৌধুরী। মিশার চরিত্রে দেখা যাবে নবাগতা দেবীকে। ক্যামেরা সামলেছেন তাপস গাঙ্গুলি। ছবির সঙ্গীত পরিচালক অরিন। সবমিলিয়ে মোট চারটি গান আছে ছবিতে। গানগুলি গেয়েছেন নচিকেতা চক্রবর্তী, রূপম ইসলাম, অণ্বেষা দত্তগুপ্ত, পাবণী রাউত নন্দিকোরিওগ্রাফার পঙ্কজ শীল এবং সোনু সাহানি। ছবিটিকে প্যারাসাইকো থ্রিলার বলা যেতে পারে। মুক্তির সম্ভাবনা ১৯ এপ্রিল।

1 (3)

এটা শেয়ার করতে পারো

...

Loading...