বাড়িতে আলমারি ভর্তি পোশাক। কিন্তু কোনটা পরবেন বুঝতে পারছেন না তো! একের পর এক পোশাক পরছেন। কিন্তু কোনটাই ঠিক মনের মত হচ্ছেনা। তারপরে আবার বাড়িতে আপনি একা। কোন জামাতে আপনাকে মানাচ্ছে তা বুঝে উঠতে পারছেন না?এবার অনায়াশে এই ধরণের কঠিন সমস্যার সমাধান হবে। কারণ এবার আয়নাই তা বলে দেবে। কি চমকে গেলেন? ভাবছেন ঠিক পড়ছেন কি না? এবার পার্টিতে স্পেশাল লুকস দিতে সাহায্য করবে এই আয়না। খুব তাড়াতাড়ি বাজারে এমন ধরণের আয়না আনতে চলেছে এক সংস্থা। জানা যাচ্ছে, এই বিশেষ আয়নায় আছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সি। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন আয়না শরীরের গঠন অনুযায়ী কোন পোশাকটিতে আপনাকে মানানসই তা নিমেষে জানিয়ে দেবে। কারণ এতে থাকবে বিশেষ ধরণের স্ক্যানার। আয়নার সামনে দাঁড়ানোমাত্রই সেই স্ক্যানার আপনার শরীরের বিভিন্ন অঙ্গ স্ক্যান করতে শুরু করবে। আর তার পরে মিলবে প্রতিক্রিয়া। পাশাপাশি মিলবে বিভিন্ন অনলাইন শপিং অ্যাপ বা স্টোর থেকেও সাজেশন। তবে এই উন্নত মানের আয়নার মূল্য কত হবে তা এখনি বলা যাচ্ছেনা।