বৃষ্টি ভেজা সন্ধ্যায় যুগলবন্দীতে মাতালেন ইমন-শোভন| অর্থাৎ ইমন চক্রবর্তী এবং শোভন গাঙ্গুলী| বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার আইসিসিআরে অনুষ্ঠিত হল ‘মিরাজ’ আয়োজিত অনুষ্ঠান ‘নোটিফিকেশন’| অনুষ্ঠানের মূল মন্ত্রই ছিল কিছুক্ষণের জন্য মানুষকে তার ফোনের নোটিফিকেশন থকে দূরে রেখে নতুন এক দুনিয়ায় নিয়ে যাওয়া| | ইমন আর শোভনের গানে সন্ধে হয়ে উঠেছিল জমজমাট | সোশ্যাল মিডিয়া আজ মানুষ এতটাই ব্যস্ত যে ঘুম থেকে ওঠা থকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত মানুষ শুধু তাঁর ফোনের নোটিফিকেশন চেক করে চলেছে| নোটিফিকেশনের পাল্লায় পরে প্রতিদিন মানুষ একটু একটু করে সামাজিক জীবন থেকে অনকেটাই দূরে চলে যাচ্ছে | সকল মানুষকে তার সামাজিক জীবনে ফেরাতে না পারলেও কিছু মানুষকে ফেরানোর চেষ্টাই করছে টেলিভিশন ব্যক্তিত্ব পারমিতা রুদ্র আর তাঁর ‘মিরাজ’ |
আর সেই জন্যই ‘মিরাজ’ বিনা মূল্যে সংগীতানুষ্ঠানের আয়োজন করে | ইমন ও শোভনের যুগলবন্দীতে যেন সত্যি কিছুক্ষণের জন্য হলেও মানুষের চোখ ফোন থেকে সরে, মন দিয়েছিল তাদের গানে, কিছুটা হলেও তাদের নোটিফিকেশন চেক করা বন্ধ হয়ছিল|