মীর শুধু ছাত্রীদের পড়াবেন ছাত্রদের নয়

হাসি এখন প্রায় বিলুপ্ত মন খুলে হা হা করে হাসতে মানুষ তো কবেই যেন ভুলে গেছে । আর হাসির ছবি সে তো আরও বিলুপ্তপ্রায় । এরকম একটা কঠিন পরিস্থিতিতে পরিচালক রাজেশ দত্ত ও ঈপ্সিতা রায় সরকার বেছে নিলেন হাসির ছবি । ঈপ্সিতা রায় সরকারের কাহিনী ও চিত্রনাট্যে তৈরি হয়েছে নতুন বাংলা chobi"আবার বসন্ত বিলাপ"। .না না সেই বিখ্যাত 'বসন্ত বিলাপ'এর রিমেক ভাববেন না একদমই । পরিচালকদ্বয়ের মতে ,"  'বসন্ত বিলাপ' ছিল প্রেমের ছবি , হাসির ছবি । 'আবার বসন্ত বিলাপ'ও প্রেমের ছবি , হাসির ছবি -এটাই মিল ।

mir-content

কাহিনীর কোনও মিল পাবেন না "।ছবিতে অসম্ভব মজাদার চরিত্রে দেখা যাবে মীর -কে । মীর জানালেন , "আমার  ভাত -ডাল-তরীতরকারী না হলেও চলবে কিন্তু হাসি ছাড়া একদমই চলবে না । যেকোনও পরিস্থিতিতে গম্ভীর হলে চলবে না ।মানুষকে সুস্থ থাকতে হলে হাসতে হবে , শরীরের থেকে মনটা তো আসল । মানুষকে সুস্থ রাখার আসল দাওয়াই হাসি । 'আবার বসন্ত বিলাপ' নিপাট একটা হাসির ছবি । এখানে আমি একজন কোচিং সেন্টারের শিক্ষক -যিনি শুধুমাত্র মেয়েদের পড়ান -ছেলেদেরকে একদমই ভর্তি নেন না তার সেন্টারে"।ছবিতে মীরের সহকারী হিসাবে রয়েছেন সুমিত সামাদ্দার । দর্শক এই জুটিকে দেখে হেসে লুটোপুটি খাবেই -এমনটাই বক্তব্য ছবির নির্মাতাদের । ছবিতে মীরের ছাত্রীর ভূমিকায় দেখা যাবে দেবলীনা কুমারকে । এছাড়াও ছবির গুরুত্বপূর্ন চরিত্রে রয়েছেন -মুনমুন সেন , খরাজ মুখোপাধ্যায়,পরান বন্দ্যোপাধ্যায় এবং মৌসুমি সাহা ।সম্প্রতি বেঙ্গল চেম্বারর্স অফ কমার্সে ছবির ফার্স্ট লুক লঞ্চ হয়ে গেল । এদিন ছবির কলাকুশলীরা  'প্রাত্যহিক জীবনে হাসির গুরুত্ব'র উপর একটি আলোচনা সভারও আয়োজন করেছিল । আলোচনা সভায় উপস্থিত ছিলেন ১৯৮২ সালে ভারতীয় ফুটবল টিমের ক্যাপ্টেন প্রাক্তন ফুটবলার ভাস্কর মুখোপাধ্যায়,কার্ডিওজিস্ট ড: সৌরভ কোলে , ড:মধুছন্দা কর , কবি সাহিত্যিক সৈয়দ হাসমত জালাল ,শুভঙ্কর চট্টোপাধ্যায় , অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত , সুমিত সামাদ্দার , পরিচালকদ্বয় এবং ছবির প্রযোজক তীর্থদ্বীপ রায় সরকার ।সমগ্র অনুস্ঠানটি পরিচালনা করেন মীর ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...