Migrant Workers India: পরিযায়ী শ্রমিকদের সর্বপ্রথম পাঁচটি রাজ্যের গন্তব্যের তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ

দেশের কোন রাজ্যগুলিতে পরিযায়ী শ্রমিকের সংখ্যা সবচেয়ে বেশি? এই প্রশ্নের উত্তর মিলল, প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের রিপোর্টে। পরিযায়ী শ্রমিকদের গন্তব্য হিসেবে সর্বপ্রথম পাঁচটি রাজ্যের নাম উঠে এসেছে তালিকায়। যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের নাম।

রিপোর্ট অনুযায়ী, প্রথম সারির যে পাঁচটি রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা কাজের উদ্দ্যেশ্যে পাড়ি দেন, তাদের মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম স্থান অধিকার করেছে। এমনকি যে পাঁচটি রাজ্যে পরিযায়ী শ্রমিকদের প্রায় অর্ধেক কাজ করতে যাচ্ছেন, তারমধ্যেও পশ্চিমবঙ্গ রয়েছে।

প্রতি বছর লক্ষাধিক পরিযায়ী শ্রমিকরা পাড়ি জমান ভিন রাজ্যে। এই রাজ্যগুলির মধ্যে প্রথমেই রয়েছে উত্তরপ্রদেশ। এরপর মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গ রয়েছে। এরপর যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে রাজস্থান ও মধ্যপ্রদেশ। এর পূর্বে অন্ধ্রপ্রদেশও এই তালিকায় পশ্চিমবঙ্গের আগে নথিভুক্ত ছিল, কিন্তু বর্তমানে তা আর নেই।

তবে এবিষয়ে প্রতিবছর ভিন রাজ্যে কাজের খোঁজে পাড়ি দেওয়া পরিযায়ী শ্রমিকদের তুলনামূলকভাবে কম হচ্ছে। ২০১১-র শেষ জনগণনা থেকে জানা গেছে, ২০২৩-এ পরিযায়ী শ্রমিকদের সংখ্যা প্রায় ১২ শতাংশ কম হয়েছে। ২০১১ সালে পরিযায়ী শ্রমিকদের সংখ্যা ছিল প্রায় ৪৫ কোটি ৫৭ লক্ষ। ২০২৩-এ সেটি কমে দাঁড়িয়েছে ৪০ কোটি ২০ লক্ষে। অর্থাৎ ২০১১ সালে মোট জনসংখ্যার প্রায় ৩৮ শতাংশ মানুষ ভিন্ রাজ্যে কাজের খোঁজে পাড়ি জমাতেন। কিন্তু ২০২৩-এ জনসংখ্যায় পরিযায়ীদের ভাগ কমে ২৮.৮৮ শতাংশে দাঁড়িয়েছে। উপদেষ্টা পরিষদের সদস্যদের বক্তব্য অনুযায়ী, এর কারণ নিজের এলাকায় কাজের সন্ধান। পরিযায়ী শ্রমিকদের হার কমে যাওয়া সার্বিক ভাবে আঞ্চলিক স্তরে পরিকাঠামোর উন্নত দিক নির্দেশ করে।

প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের রিপোর্ট বলছে, পশ্চিমবঙ্গ, রাজস্থান ও কর্নাটকে পরিযায়ী শ্রমিকদের সংখ্যা বৃদ্ধির হারসবচেয়ে বেশি। তবে বিহার থেকে পশ্চিমবঙ্গ যাত্রা পরিযায়ী শ্রমিকদের সবচেয়ে জনপ্রিয় পাঁচটি যাত্রাপথের মধ্যে একটি। তবে শুধুমাত্র বিহার নয় ঝাড়খণ্ডের মানুষও পশ্চিমবঙ্গে আসছেন কাজের তাগিদে।

এ বিষয়ে রাজ্য সরকারের বক্তব্য, পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিকদের পছন্দের তালিকায় থাকার অর্থ, এই রাজ্যে কাজের সুযোগ, শিক্ষা-স্বাস্থ্য, পরিকাঠামোর উন্নতি হয়েছে।

পরিযায়ী শ্রমিকের হারঃ

১। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ—এই পাঁচ রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের ৪৮% ভিন রাজ্যে কাজ করতে যান।

২। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু—এই পাঁচ রাজ্যে ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ৪৮% কাজ করতে আসেন

৩। পরিযায়ী শ্রমিকদের প্রথম পাঁচ গন্তব্য---উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, রাজস্থান, মধ্যপ্রদেশ

৪। পরিযায়ী শ্রমিকদের সবথেকে জনপ্রিয় যাত্রাপথ: উত্তরপ্রদেশ-দিল্লি, গুজরাত-মহারাষ্ট্র, তেলঙ্গানা-অন্ধ্রপ্রদেশ, বিহার-দিল্লি, বিহার-পশ্চিমবঙ্গ

৫। পশ্চিমবঙ্গের মধ্যে পরিযায়ী শ্রমিকদের সবথেকে জনপ্রিয় যাত্রাপথ: মুর্শিদাবাদ-কলকাতা, পশ্চিম বর্ধমান-হাওড়া

এটা শেয়ার করতে পারো

...

Loading...