মহাকাশে এবার মাইক্রোস্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা

কৃষকরা যাতে তাদের ফসলের সঠিক খেয়াল রাখতে পারেন তার জন্য এবার একটি ক্ষুদ্র স্যাটেলাইট বা মাইক্রোস্যাটেলাইট তৈরী করলো ২২ বছর বয়সী দুই ভারতীয় বিজ্ঞানী ক্ষিতিজ খান্ডেওয়াল এবং আওয়াইস আহমেদ| এই দুই বিজ্ঞানী এবার মহাকাশে পাঠাতে চলেছে অসংখ্য ক্ষুদ্র স্যাটেলাইট| জানা গেছে, দুজনেই বিআইটিএস পিলানি-র প্রাক্তনী|

জানা গেছে, এই দুই ছাত্র একত্রে একটি কোম্পানি খোলে যার নাম ছিল পিক্সেল| আজ থেকে ঠিক ১৮ বছর আগে খোলা এই কোম্পানির মাধ্যমে তারা তৈরী করে বিশ্বের সবচেয়ে ‘স্মার্ট’ পর্যবেক্ষণ নক্ষত্রমন্ডল| বিজ্ঞানীদের আশা, এই নতুন স্যাটেলাইটের সাহায্যে উন্নতমানের ছবি তোলা যাবে যা কৃষিক্ষেত্র থেকে শুরু করে আবহাওয়া প্রভৃতি ক্ষেত্রের ডেটা কালেকশন সহজে করা যাবে| জানা গেছে, পিক্সেল টিমের মধ্যে যে বিজ্ঞানীরা রয়েছেন তাদের মধ্যে একজন ইসরোর বিজ্ঞানী যিনি এর আগে ভারতের প্রথম চন্দ্র অভিযানে কাজ করেছিলেন| টিমের মধ্যে এত অভিজ্ঞ একজন মানুষ থাকায় এই টিমের যথেষ্ট সুবিধা হয়েছে বলেই জানিয়েছে তারা| পিক্সেল টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের তৈরী করা প্রথম স্যাটেলাইট মহাকাশে যাত্রা শুরু করতে চলেছে ২০২০ সালে| মহাকাশে স্যাটেলাইট পাঠানোর ঘটনাকে তারা বাসের এক একটি ছোট রাইডের সাথে তুলনা করেছেন| তারা জানিয়েছেন, এই ছোট স্যাটেলাইটটি পাঠানোর জন্য তারা একটি সম্পূর্ণ লঞ্চ বুক করছে না| তার থেকে ‘রাইড-শেয়ার লঞ্চ’ পদ্ধতিকেই অবলম্বন করেছে এই দুই বিজ্ঞানী| জানা গেছে, অরবিট অনুযায়ী টাকা দিতে হয় এইক্ষেত্রে অর্থাৎ যে অরবিটে স্যাটেলাইটটি স্থাপন করতে চাইবেন তার জন্য পে করতে হবে বিজ্ঞানীদের|    

এটা শেয়ার করতে পারো

...

Loading...