কৃষকরা যাতে তাদের ফসলের সঠিক খেয়াল রাখতে পারেন তার জন্য এবার একটি ক্ষুদ্র স্যাটেলাইট বা মাইক্রোস্যাটেলাইট তৈরী করলো ২২ বছর বয়সী দুই ভারতীয় বিজ্ঞানী ক্ষিতিজ খান্ডেওয়াল এবং আওয়াইস আহমেদ| এই দুই বিজ্ঞানী এবার মহাকাশে পাঠাতে চলেছে অসংখ্য ক্ষুদ্র স্যাটেলাইট| জানা গেছে, দুজনেই বিআইটিএস পিলানি-র প্রাক্তনী|
জানা গেছে, এই দুই ছাত্র একত্রে একটি কোম্পানি খোলে যার নাম ছিল পিক্সেল| আজ থেকে ঠিক ১৮ বছর আগে খোলা এই কোম্পানির মাধ্যমে তারা তৈরী করে বিশ্বের সবচেয়ে ‘স্মার্ট’ পর্যবেক্ষণ নক্ষত্রমন্ডল| বিজ্ঞানীদের আশা, এই নতুন স্যাটেলাইটের সাহায্যে উন্নতমানের ছবি তোলা যাবে যা কৃষিক্ষেত্র থেকে শুরু করে আবহাওয়া প্রভৃতি ক্ষেত্রের ডেটা কালেকশন সহজে করা যাবে| জানা গেছে, পিক্সেল টিমের মধ্যে যে বিজ্ঞানীরা রয়েছেন তাদের মধ্যে একজন ইসরোর বিজ্ঞানী যিনি এর আগে ভারতের প্রথম চন্দ্র অভিযানে কাজ করেছিলেন| টিমের মধ্যে এত অভিজ্ঞ একজন মানুষ থাকায় এই টিমের যথেষ্ট সুবিধা হয়েছে বলেই জানিয়েছে তারা| পিক্সেল টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের তৈরী করা প্রথম স্যাটেলাইট মহাকাশে যাত্রা শুরু করতে চলেছে ২০২০ সালে| মহাকাশে স্যাটেলাইট পাঠানোর ঘটনাকে তারা বাসের এক একটি ছোট রাইডের সাথে তুলনা করেছেন| তারা জানিয়েছেন, এই ছোট স্যাটেলাইটটি পাঠানোর জন্য তারা একটি সম্পূর্ণ লঞ্চ বুক করছে না| তার থেকে ‘রাইড-শেয়ার লঞ্চ’ পদ্ধতিকেই অবলম্বন করেছে এই দুই বিজ্ঞানী| জানা গেছে, অরবিট অনুযায়ী টাকা দিতে হয় এইক্ষেত্রে অর্থাৎ যে অরবিটে স্যাটেলাইটটি স্থাপন করতে চাইবেন তার জন্য পে করতে হবে বিজ্ঞানীদের|