মাইকেল জ্যাকসনের বায়োপিক

বড় পর্দায় আসবে মাইকেল জ্যাকসনের বর্ণময় জীবন। ছবির দায়িত্বে আছে ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’ ছবি প্রযোজনা করবেন গ্রাহাম কিং। চিত্রনাট্য লিখছেন জন লোগান।  ‘

‘গ্লাডিয়েটর’, ‘দ্য অ্যাভিয়েটর’, ‘হুগো’, ‘স্কাইফল’, ‘স্পেকট্রা’ এর মতো ছবির চিত্রনাট্য লিখেছিলেন তিনি।

মাইকেল জ্যাকসনের বায়োপিক যে বড় পর্দায় আসতে চলেছে সংবাদমাধ্যমে সেই বিষয়টি নিশ্চিত করেছেন গ্রাহাম কিংয়ের সচিব।  তবে জন লোগান-ই যে কাহিনি লিখছেন সেই বিষয়টি নিয়ে এখনও সরকারিভাবে কোনও বিবৃতি আসে নি।  তিনি নিজেও মুখ খোলেননি এখনও পর্যন্ত।

মাইকেল জ্যাকসনকে নিয়ে এখনও পর্যন্ত বিতর্কের শেষ নেই। লিভিং নেভারল্যান্ড' নামে একটি তথ্যচিত্রে ওয়েড রবসন ও জিমি সেফচাক নামে দুই ব্যক্তি অভিযোগ এনেছিলেন তাঁরা যখন শিশু ছিলেন তখন মাইকেলের দ্বারা নির্যাতিত হয়েছিলেন। তাঁদের বিবৃতি সারা বিশ্ব জুড়ে ব্যাপক আলোড়ন তুলেছিল।

যদিও মাইকেল জ্যাকসনের পরিবার এই তথ্যচিত্রকে কুরুচিপূর্ণ বলে উল্লেখ করে ওয়েড এবং জিমির বক্তব্যকে ভ্রান্ত বলে উড়িয়ে।তবে এই তথ্যচিত্র সামনে আসার পর বেশ কয়েকটি দেশের রেডিয়ো স্টেশনে মাইকেলের গান বাজানো বন্ধ করে দেওয়া হয়।২০০৯ সালে ২৫ জুন ওষুধের ডোজ অতিরিক্ত বা ভুল প্রয়োগে মাইকেল জ্যাকসনের মৃত্যু হয়। তবে এই তারকার মৃত্যু আজও রহস্য থেকে গিয়েছে সারা বিশ্বের জ্যাকসন প্রেমীদের কাছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...