‘আজ যে রাজা কাল সে ফকির’। ২০১৮, সালে তারই সেঞ্চুরির দৌলতে চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস আর এবছরও তাই হতো যদি শেষ ওভারে রান আউট হয়ে নিজের উইকেটটা না ছুড়ে দিয়ে আসত শেন ওয়াটসন। ফলাফল মাত্র ১ রানে মুম্বইয়ের বিরুদ্ধে পরাজয়। বিগত বছরের হিরোই এবছরের ভিলেন। ম্যাচ জেতার জন্য ৬ বলে মাত্র ৯ রান বাকি ছিল ধোনিদের। প্রথম ৩ বলে ৪ রান এসেও গিয়েছিল তাদের, কিন্তু রান করার চাপে, চতুর্থ বলে সামান্য ‘থার্ড ম্যান’-এ মেরে দুই রান নিতে যেতেই বাজ পড়ল ধোনিদের মাথায়। ক্রিজে ঢুকতে সামান্য দেরী হওয়ায় ৫৯ বলে ৮০ রান করেই ডাগআউটে ফিরে যেতে হয় শেন ওয়াটসনকে। স্ট্রাইক পায় শার্দুল ঠাকুর। বাকি ছিল ২ বলে ৪ রান। ফের মিড অনে ‘পুশ’ করে ২ রান নেন ঠাকুর। অন্তিম বলে ২ রান বাকি ছিল বটে তবে মালিঙ্গার ঐতিহাসিক ইয়র্কারের কোনও সুবিধা করতে না পারায় ১ রানে হারতে হয় চেন্নাইকে। কিন্তু শেন ওয়াটসন ওই সময়ে ঝক্কিটা না নিলে হয়ত ফলাফল অন্য কিছু হতে পারত। তাই এক কথায় বলাই যায় যে ২০১৯ সালের আইপিএল ফাইনালের খলনায়ক শুধুমাত্র শেন ওয়াটসন।