ওয়াংখেড়ের হালচাল

চলতি আইপিএলের ২৪ তম ম্যাচে আজ মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও কিংস ইলেভেন পাঞ্জাব। খেলা হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সমুদ্রের ধারে স্টেডিয়াম হওয়ার দরুণ পিচের সুইং, ফাস্ট বোলারদের সুবিধা প্রদান করেলাল মাটির পিচ বলে ধারাবাহিক ভাবে পিচে বাউন্স থাকবেই। আজকের ম্যাচে তাই দুই দলই তাদের পেস ডিপার্টমেন্টের দিকে বেশি নজর রাখবে। খেলা শুরু হওয়ার প্রথম দিকে স্পিনার-রা বেশি সুবিধা না পেলেও দিনের শেষ বেলায় স্পিনারদের জন্য একটু জায়গা তো থাকছেই। তবে সম্প্রতি যার জন্য ওয়াংখেড়ে স্টেডিয়াম এত বিখ্যাত হয়েছে, তা হল তার ব্যাটিং ফ্রেন্ডলি’ পিচের জন্য। বোলাররা যাই প্রদর্শন করুক না কেন যদি ব্যাটসম্যানরা তাদের কাজটুকু করে দেয় তাহলে ম্যাচ জেতা অত্যন্ত সহজ হয়ে যায় সেই দলের। তাই আজকের ম্যাচে প্রথম ব্যাট করে কোনও পক্ষ যদি ১৮০ রানের ওপর করে দেয় তাহলে সেই রান তাড়া করা প্রতিপক্ষের একটু কঠিন হয়ে যাবে। তাই মুম্বই হোক বা পাঞ্জাব টসে জিতে প্রথমে ব্যাট নেওয়াটাই শ্রেয়।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...