আইপিএলের ২৪ তম ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও কিংস ইলেভেন পাঞ্জাব। প্রথম ম্যাচে ৮ উইকেট হারের পর আজকের ম্যাচে অবশ্যই ফিরে আসতে চাইবে রোহিত শর্মা। কিন্তু তাদের ব্যাটিং সমস্যার সমাধান না করতে পারলে আজকের ম্যাচেও হারতে পারে ইনডিয়ান্সরা। তবে আগের ম্যাচে আলজারী জোসেফের অনবদ্য বোলিং জয় এনে দিয়েছিল মুম্বইকে। তাই আজকের ম্যাচেও তার দিকে তাকিয়ে গোটা মুম্বই শিবির। সেই নিয়ে চিন্তায় আছে পাঞ্জাব শিবিরও। সম্প্রতি নিজের ছন্দ ফিরে পেয়েছে কেএল রাহুল, তাই প্রতিপক্ষে থাকা জসপ্রিত বুমরাহ ও জেসন ব্যেহেরেনড্রফ-কে সামলাতে পাঞ্জাবের প্রধান অস্ত্র তিনি। তবে বিগত বেশ কিছু ম্যাচে ধরে মুম্বই যেই বিপর্যস্ত ব্যাটিংয়ের পরিচয় দিয়েছে, তা অব্যাহত থাকলে কাজটা সুবিধার হবে টাই ও শামিদের। মুম্বই অধিনায়ক রোহিত শর্মা ও কুইন্টন ডি কক দলের হয়ে সেই শুরুটা এখনও দিতে পারে নি। বার বার তাকিয়ে থাকতে হয়েছে লোয়ার মিডিল অর্ডারে থাকা হার্দিক পান্ডেয়া ও ক্রুনাল পান্ডেয়ার ওপর। তাই যতক্ষণ না মুম্বই তাদের দলগত পারফরম্যান্স টা দিচ্ছে ততক্ষণ আজকের ম্যাচেও জয় অনিশ্চিত রোহিত অ্যান্ড কো-দের।