লাল থেকে নীল, সৌজন্যে আম্পায়ার

চলতি আইপিএলে সময়টা ভালো যাচ্ছে না বিরাট কোহলির। প্রথমে চেন্নাই আর শুক্রবার মুম্বই, পরাজয় যেন পিছু ছাড়ছে না ব্যাঙ্গালোরের। তবে শুক্রবারের ম্যাচের রঙ কিন্তু লাল হতে পারত। ১ বলে বাকি ছিল ৭ রান। স্ট্রাইকার এন্ডে তখন বিধ্বংসি ডিভিলিয়ার্স। এমন সময় নো বল করে বসে মালিঙ্গা যা আম্পায়ারের দৃষ্টি এড়িয়ে যায়। বৈধ বল হিসাবে গণ্য করা হলে ৬ রান হারতে হয় আরসিবিকে। কোহলির ৩২ বলে ৪৬ রান আর ডিভিলিয়ার্সের ৪১ বলে ৭০ রানের হাত ধরে জয়ের লক্ষ্যে প্রায় পৌঁছেই গিয়েছিল ব্যাঙ্গালোর তবে ডেথ ওভারে জসপ্রিত বুমরাহলাসিথ মালিঙ্গার অনবদ্য বোলিংয়ের জেরে বিপদে পড়ে আরসিবি। মুম্বইয়ের জয় পাওয়ায় সবথেকে বেশি অবদান যার তিনি হলেন হার্দিক পান্ডেয়া। একটা সময় এসেছিল যখন দেখে মনে হয়েছিল মুম্বই হয়ত ১৬০ রানের বেশি করতেই পারবে না। সেই জায়গায় পান্ডেয়ার ১৪ বলে ৩২ রানের হাত ধরে ১৮০ রানের গন্ডিও পেরিয়ে যায় ইন্ডিয়ান্স। জবাবে ব্যাট করতে নেমে পার্থিভ প্যাটেল শুরুটা ভালোই করেছিল দলের হয়ে। কিন্তু অবশেষে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের সৌজন্যে মুম্বইয়ের পেস জুটি বুমরাহ ও মালিঙ্গার কাছে মাথা নত করতেই হয় আরসিবিকে।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...