৯ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে আপাতত দ্বিতীয় স্থানে আছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে মুম্বই ইন্ডিয়ান্সের এই সাফল্যের পিছনে সব থেকে বড় ভূমিকা যাদের তারা হলেন পান্ডেয়া ব্রাদার্স- ক্রুনাল পান্ডেয়া ও হার্দিক পান্ডেয়া। চলতি আইপিএলের শুরু থেকেই এই দুই ভাইয়ের ছন্দ মুম্বইকে অনেক ম্যাচ উদ্ধার করে দিয়েছে। দিল্লির বিরুদ্ধেও তার ব্যতিক্রম হয় নি। প্রথমে ব্যাট করে রোহিত শর্মা ও কুইন্টন ডি ককের হাত ধরে ধীর গতিতে এগোচ্ছিল মুম্বই-এর রান। একটা সময় মনে হয়েছেল যে ১৩০-র বেশি এগোতে পারবে না তারা। ক্রুনাল পান্ডেয়ার ২৬ বলে ৩৭ রান ও হার্দিক পান্ডেয়ার ১৫ বলে ৩২ রানের ওপর ভর করে দলের স্কোর গিয়ে দাঁড়ায় ১৬৮। যার ফলে কাজটা সুবিধার হয়ে যায় মুম্বইয়ের বোলিং বিভাগের পক্ষে। তার কারন যেই দলে জসপ্রিত বুমরাহ ও লসিথ মালিঙ্গার মত বোলার রয়েছে সেই দলের পক্ষে ১৬০ কেন ১৩০ রান আটকানোও কোনও ব্যাপার নয়। আর হলও তাই। রাহুল চাহার ও বুমরার দৌলতে ১২৮ রানের বেশি তুলতে পারেনি শ্রেয়াস আইয়ারের দল। অবশেষে দিল্লিকে ৪০ রানে হারতে হয় রোহিত শর্মা-দের কাছে। ব্যাট ও বল হাতে চমক দেখিয়ে ম্যাচের সেরা হন হার্দিক পান্ডেয়া।