চেন্নাইয়ের জয়ের অশ্বমেধ-কে রুখল মুম্বই। বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ধোনি বাহিনীকে ৩৭ রানে হারাল রোহিত অ্যান্ড কো। এই হারের সাথে সাথে চলতি আইপিএলে প্রথম পরাজয় ঘটল চেন্নাইয়ের। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ধোনি। শুরুটা ভালোই করেছিল চেন্নাই। ১০ ওভারের মধ্যে কুইন্টন ডি কক, রোহিত শর্মা ও যুবরাজ সিংয়ের উইকেট ফেলে দিয়ে চাপে ফেলে দিয়েছিল মুম্বইকে। একা হাতে মুম্বইকে টেনে নিয়ে যাচ্ছিলেন সূর্যকুমার যাদব। কিন্তু তার উইকেট পড়ে গেলে ম্যাচের হাল ধরে পান্ডেয়া ব্রাদার্স। যথাক্রমে ক্রুনাল পান্ডেয়া ও হার্দিক পান্ডেয়ার ৩২ বলে ৪২ রান ও ৮ বলে ২৫ রানের ওপর ভর করে ১৭০ রানের গোড়ায় পৌঁছয় ইন্ডিয়ান্সরা। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধারাবাহিক ভাবে উইকেট হারাতে থাকে চেন্নাই। পাওয়ার প্লের মধ্যেই অম্বাতি রায়ডু, শেন ওয়াটসন ও সুরেশ রায়নার উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় চেন্নাই। কেদার যাদব একা হাতে দলকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও বাকি ব্যাটসম্যানের পক্ষ্য থেকে সেই সাপোর্ট না পাওয়ার ফলে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রানেই শেষ হয় যায় চেন্নাইয়ের ইনিংস। তিন উইকেট ও ২৫ রান করে ম্যাচের সেরা হার্দিক পান্ডেয়া।