বাজারে এসেছে আরও এক কোম্পানির নতুন মডেল। এবার সেই কোম্পানি হল এমজি হেক্টর। দুর্দান্ত একটা লুকে ফিরে এসেছে এমজির কালো মডেল। এমজি হেক্টর ব্ল্যাকস্টর্ম (MG Hector BlackStorm)।
দিনে দিনে গাড়িপ্রেমীদের চাহিদা বেড়েই চলেছে। সেটা বোঝাই যাচ্ছে। সম্প্রতি বাজারে জনপ্রিয় এসইউভির বিক্রি এখন বেশ বেড়ে গিয়েছে, সেগুলির মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই কালো রঙের মডেল। ফলে, দিন যত যাচ্ছে তাঁদের স্বাদও বদলাচ্ছে।
তবে, এমজির এই হেক্টরের ব্ল্যাকস্টর্ম গাড়ির মডেলটি বিখ্যাত শুধুমাত্র কালো রঙের জন্যেই। বেশ নজর কাড়ে এই গাড়ির রঙটি। স্টারি ব্ল্যাক রঙের মডেল সত্যিই মন কেড়ে নেওয়ার মতন। এছাড়া বেশ আবেদনপূর্ণ এই লুক। ডার্কেনড হেডল্যাম্প, ডার্ক ক্রোম গ্রিল, ব্ল্যাক রুফ রেইল এবং কালো রঙের বড় আয়না দেখতে পাবেন এই গাড়িতে। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে গাড়িটির থিম হচ্ছে ‘অল ব্ল্যাক’।
জানেন এই ব্ল্যাকস্টর্ম মডেলে আয়নার মধ্যে কিছু রেড এলিমেন্ট রয়েছে। শুধু তাই নয়, কালো রঙের সমস্ত অ্যালয়গুলিরও লাল রঙের ক্যালিপার রয়েছে। রয়েছে ১৮ ইঞ্চির অ্যালয় হুইল।
ইন্টিরিয়ারেও কালো থিম রয়েছে এই গাড়িতে। কালো লেদারের সিটকভার এবং সিটগুলিতে ব্ল্যাকস্টর্ম লেখাটা এমবস করা আছে, ক্লাসি এবং সিলভার ফিনিশ সেন্টার কনসোল। এছাড়া নতুন অল ব্ল্যাক কেবিনটি টেস্টফুল কনট্রাস্ট স্টিচিং হচ্ছে। সব মিলিয়ে একটা আলাদাই ব্যপার তৈরি করেছে এই গাড়িতে।
কী কী ফিচার্স রয়েছে এই গাড়িতে? জানা গিয়েছে কেবিন ডিজাইনের মধ্যে রয়েছে বড়সড় পোর্ট্রেট আকারের ১৮ ইঞ্চের টাচস্ক্রিন। তাতে রয়েছে একটা সরু গ্রাফিক প্লাস এবং ক্রিস্পার ৩৬০ ডিগ্রি ক্যামেরা ডিসপ্লে। স্পেসের দিক থেকে দেখতে গেলে রয়েছে অনেকটাই। এছাড়া অটো ইন্ডিকেটর, প্যানোরমিক সানরুফ, ডুয়াল পাওয়ারড সিট, ইন বিল্ট অ্যাপস, স্মার্ট কি, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো বা অ্যাপল কার প্লে ইত্যাদি রয়েছে এই গাড়িতে।
এবার বলা যাক গাড়ির পাওয়ারট্রেনের কথা। এই গাড়িতে সিবিটি মোড সহ ১.৫ লিটারের টার্বো পেট্রোল মডেল থাকছে। এছাড়া একটি ডিজেল ম্যানুয়ালও রয়েছে এই গাড়িতে।
কত দাম পড়তে পারে এই গাড়ির? জানা গিয়েছে এই গাড়ির দাম রাখা হয়েছে ২১.২ লাখ টাকা।