নিউ ব্যারাকপুর পর্যন্ত ছুটবে পাতাল রেল

এয়ারপোর্ট থেকে নিউ ব্যারাকপুর পর্যন্ত শুরু হতে চলেছে পাতাল রেল পরিষেবা। এয়ারপোর্ট থেকে বারাসাত পাতাল রেল প্রকল্প কার্যকর না হলেও কিছু দিনের মধ্যেই নিউ ব্যারাকপুর পর্যন্ত মেট্রো রেল পরিষেবার কাজ শুরু হয়ে যাবে। গত শুক্রবার নবান্নে মেট্রো কর্তৃপক্ষের মুখ্য সচিব মলয় দে-র সাথে মুখ্যমন্ত্রী বৈঠকে বসেন। জমি নিয়ে সমস্যার জট সৃষ্টি হলে উক্ত অঞ্চলে পাতাল রেল চালু করতে রাজ্যের সাহায্যের প্রয়োজনের কথা বলেন মেট্রো কর্তৃপক্ষ। এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন পরিবহণ সচিব নারায়ণ স্বরূপ নিগম, কলকাতা পৌরসভা কমিশনার খলিল আহমেদ, উন্নয়ন সচিব সুব্রত গুপ্ত ও অন্যান্যরা।

এই বৈঠকের পর জমি সংক্রান্ত সমস্যার সমাধান মেলে। রাজ্য থেকে পাতাল রেল পরিষেবার কাজের জন্য সমস্ত রকম সাহায্য করা হবে বলে জানানো হয় মেট্রো রেল কর্তৃপক্ষকে। মেট্রো কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে এয়ারপোর্ট থেকে নিউ ব্যারাকপুর অবধি ভূগর্ভস্থ মেট্রো পরিষেবা দেওয়া হবে। 

এয়ারপোর্ট থেকে বারাসাত মেট্রো প্রকল্প বহু বছর আগে অনুমোদন পেলেও জমি নিয়ে নানা অসুবিধা দেখা দেয়। ফলে মেট্রো পরিষেবার কাজ স্থগিত রাখা হয়। গতকাল বৈঠকের পর জমির সমস্যা এড়াতে যশোর রোড থেকে ভূগর্ভস্থ মেট্রো পথকে বেছে নেওয়া হয়। রেল মন্ত্রকও এই বিষয়ে অনুমোদন দিয়েছে সুতরাং খুব শীঘ্রই পাতাল রেল পরিষেবার কাজ শুরু হয়ে যাবে। 

এছাড়াও আরও যে সকল জায়গায় পাতাল রেল নিয়ে জমির সমস্যা ছিল সে বিষয়ের হাল রাজ্য সরকার কর্তৃক সমাধান করা হবে। যেমন বিবাদী বাগ, এয়ারপোর্ট, জোকা, নিউ গড়িয়া প্রভৃতি এলাকায় মেট্রো নিয়ে জমির সমস্যা দেখা দিয়েছিল। এই বিষয় গুলি দেখার জন্য মেট্রো কর্তৃপক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়। ইতিমধ্যেই গড়িয়া থেকে এয়ারপোর্ট এবং বিবাদী বাদ থেকে জোকা মেট্রোর জমির সমস্যার সমাধান হওয়ায় ২০২২ সালের মধ্যেই এই প্রকল্পের কাজ শেষ হয়ে মেট্রো রেল পরিষেবা শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে।

শেষে বলা যায় উক্ত স্থান গুলিতে পাতাল রেল পরিষেবা শুরু হয়ে গেলে সাধারণ মানুষ ভীষণ ভাবে উপকৃত হবে। সাথে রাজ্যে ও পরিবহনের উন্নয়নের মান আরো এক ধাপ বৃদ্ধি পাবে। 

 

 

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...