আজ থেকে বাড়বে মেট্রোর গতি। ইস্ট-ওয়েস্ট মেট্রোর জোড়া সুড়ঙ্গ পার করেছে এসপ্ল্যানেড স্টেশন, ফলে মেট্রোর গতি আজ থেকেই বাড়ছে। তবে আপাতত বাড়ছে না মেট্রোর সংখ্যা। পর্যাপ্ত রেক না থাকার জন্য এখনই নতুন কোন মেট্রো নামছে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। দিনে ২৮৪ টি মেট্রো চলাচল করবে।
জানুয়ারিতে উত্তর-দক্ষিণ মেট্রো লাইনের নীচে ইস্ট ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু করা হয়েছিল। শিয়ালদহমুখী জোড়া সুড়ঙ্গ খোঁড়ার কাজ চলাকালীন এসপ্ল্যানেড মেট্রোর গতি কমিয়ে আনা হয় ঘন্টায় ১০ কিলোমিটার। গত দুই মাস ধরে এসপ্ল্যানেড মেট্রো প্রবেশ এবং বেরোনোর সময় এই নিয়ম মেনে চলছিল মেট্রো গুলো। মাঝ পথে এমন গতি হ্রাস পাওয়ার জন্য এসপ্ল্যানেড থেকেই মেট্রো চলাচলের সময়ানুবর্তিতা নিয়ে বেশ সমস্যায় পড়তে হচ্ছিল যাত্রীদের। নোয়াপাড়া থেকে কবি সুভাষ যাওয়ার নির্ধারিত সময়ের থেকে বেশি সময় নিচ্ছিল মেট্রো ট্রেন। এসপ্ল্যানেড থেকে পার করার সময় যে গতি কমে যাচ্ছিল তা সারা দিনেও পূরণ করা সম্ভব হচ্ছিল না মেট্রো চালকদের পক্ষে। সেই কারণে প্রতিটি মেট্রো স্টেশনে বাড়ছিল ভিড়।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন ধীরে চালানোর নির্দেশ আপাতত আর থাকছে না তাই বাড়ছে মেট্রোর গতি। কলকাতা মেট্রোয় আপাতত ১৩ টি এসি এবং ১৪ টি নন এসি রেক চলাচল করছে। জানা যায় চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ) থেকে নিয়ে আসা পাঁচটি রেক ক্রমে নামতে চলেছে। সম্প্রতি একটি পরীক্ষায় তার ইতিবাচক ফলাফলও এসেছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। আগামী তিন মাসের ভিতর চীন থেকে আসা অত্যাধুনিক রেকও চলতে শুরু করবে, এমন পরিকল্পনাও জানিয়েছেন মেট্রো কর্মকর্তা।