চলতি সপ্তাহে কর্মদিবসে কলকাতা শহরে পরপর দুদিন এক বিশেষ রুটে সম্পূর্ণ বন্ধ থাকবে মেট্রোরেল পরিষেবা।
কিন্তু কোন রুট বন্ধ থাকবে আর কি কারণ রয়েছে?
মঙ্গলবার সন্ধ্যায় এক্স হ্যান্ডল (পূর্বতন ট্যুইটার)-এ হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে এই খবর জানানো হয়েছে।
সেখান থেকে জানা গিয়েছে যে আগামী ২৮ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার এবং তার পরের দিন ২৯ মার্চ শুক্রবার শুক্রবার হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন (রুবি) থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা।
এই বিষয়ে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র একটি ভিডিও বার্তায় জানিয়েছেন যে চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির একটি পরিদর্শন আছে, সেটি হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলিয়াঘাটা পর্যন্ত। মেট্রো রেলের নতুন একটি লাইন হচ্ছে। সেই কারণে চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির পরিদর্শন আছে বৃহস্পতিবার ও শুক্রবার। এই দুই দিন হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) থেকে কবি সুভাষ পর্যন্ত অরেঞ্জ লাইনে কোনও মেট্রো চলাচল করবে না। মেট্রোর পক্ষ যাত্রীদের অসুবিধার জন্য গভীরবাবে দুঃখ প্রকাশ করেছে।
প্রসঙ্গত ইতিমধ্যেই দক্ষিণে নিউ গড়িয়া থেকে উত্তরে কলকাতা বিমানবন্দর পর্যন্ত অরেঞ্জ লাইনের একটা অংশের কাজ শেষ। কবি সুভাষ থেকে ৩২ কিমি দীর্ঘ এই মেট্রো পথের সূচনা হচ্ছে এবং (রুবি) হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত এই লাইনের কাজ শেষ। এই লাইনে সকল যাত্রীদের সম্পূর্ণ পরিষেবা দিতে জোরকদমে চালাচ্ছে মেট্রো রেল। এছাড়া জানা গিয়েছে বিমানবন্দর পর্যন্ত এই রুটে থাকবে মোট ২৪টি স্টেশন।