মেট্রোতে ট্রেনের সময় পরিবর্তন হতে চলেছে। আগামী জুলাই মাস থেকে প্রতি রবিবার মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ৯.০০ থেকে। এছাড়াও প্রতি শনি ও রবিবার ট্রেনের সংখ্যাও বাড়ানো হচ্ছে। মেট্রো রেলসূত্রে খবর, পরিষেবা সংক্রান্ত ব্যাপারে কিছুদিন আগে যাত্রীদের মধ্যে সমীক্ষা করেছিল মেট্রো রেল কর্তৃপক্ষ। সেই সমীক্ষাতেই উঠে এসেছে রবিবারে আরও আগে যাতে পরিষেবা শুরু করা যায়, তার দাবি। সেই দাবি মেনেই এই সিদ্ধান্ত জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
এছাড়াও শনি-রবিবার ট্রেনের সংখ্যাও বাড়ানো হচ্ছে। সেই দাবিও উঠেছিল যাত্রী সমীক্ষায়। মেট্রোর এক কর্তা জানান, যাত্রীদের দাবি যতটা সম্ভব পূরণ করার চেষ্টা করা হয়েছে। এতে করে অনেকেরই সুবিধা হবে। যাত্রীদের আরো দাবি ছিল, কাজের দিনেও ট্রেনের সংখ্যা বাড়ানো হোক। তিনি বলেন, চেন্নাইয়ের ফ্যাক্টরি থেকে কিছুদিন আগেই কয়েকটি নতুন রেক আনা হয়েছে। তিনটি রেক চালানোও হচ্ছে এখন নিয়মিত। রেকগুলি সিজনড হয়ে গেলে কাজের দিনেও ট্রেনের সংখ্যা বাড়ানো যাবে।
মেট্রো সূত্রে খবর, প্রতি শনিবার এতদিন ২২৪টি ট্রেন চালানো হত। সেই জায়গায় জুলাই মাস থেকে ২৩৬টি ট্রেন চালানো হবে শনিবারে। নোয়াপাড়াতেও ট্রেনের সংখ্যা বাড়বে জুলাই মাস থেকে। প্রতি রবিবার এতদিন ১১০ টি ট্রেন চালানো হত। সেই জায়গায় জুলাই থেকে ১২৪টি ট্রেন চালানো হবে। রবিবারেও নোয়াপাড়ায় ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে। প্রসঙ্গত, বর্তমানে কাজের দিনে আপ-ডাউন মিলিয়ে ২৮৪টি ট্রেন চালানো হয়। নোয়াপাড়া থেকে ডাউন লাইনে এবং নোয়াপাড়ামুখী আপলাইন মিলিয়ে মোট তিনটি ট্রেন বাড়ানো হয়েছে। এভাবেই মেট্রো চলাচলে আরও একটু গতি আসবে বলেই মনে করা হচ্ছে।