মেট্রোর ভাড়া বাড়ছে ডিসেম্বর থেকে

আগামী ৫ ডিসেম্বর থেকে মেট্রো রেলের ভাড়া বাড়তে চলেছে। নতুন ভাড়া অনুযায়ী ন্যূনতম ভাড়া এবং ঊর্ধতম ভাড়া একই থাকছে তবে দূরত্বের হেরফের হচ্ছে ওই ভাড়ার ক্ষেত্রে। বর্তমানে পাঁচ কিমি পর্যন্ত ভাড়া ছিল পাঁচ টাকা। পরবর্তী ভাড়ায় ২ কিমি পর্যন্ত যেতেই শুধুমাত্র পাঁচ টাকা দিতে হবে। তার বেশি দূরত্ব গেলে দিতে হবে ১০ টাকা।

                  এভাবে দেখতে গেলে নোয়াপাড়া থেকে দমদম এবং দমদম থেকে বেলগাছিয়া স্টেশনের দূরত্ব ২ কিমির বেশি। সেক্ষেত্রে ১টি স্টেশন যেতে গেলেই যাত্রীদের ১০ টাকা ভাড়া গুনতে হবে। তবে স্মার্ট কার্ড রিচার্জের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসছেনা। কার্ড রিচার্জ করতে গেলে ১০% ছাড় পাওয়া যাবে পরিবর্তিত ভাড়ার সময়েও। নতুন সূচি অনুযায়ী ২-৫ কিমি পর্যন্ত ভাড়া হবে ১০ টাকা। ৫-১০ কিমি পর্যন্ত ভাড়া দাঁড়াবে ১৫ টাকা। ১০-২০ কিমি পর্যন্ত ভাড়া দিতে হবে ২০ টাকা এবং ২০ কিমি পর থেকে ভাড়া হচ্ছে ২৫ টাকা। বর্তমানে ৫-১০ কিমি পর্যন্ত ১০ টাকা,  ১০-২০ কিমি পর্যন্ত ১৫ টাকা, ২০-২৫ কিমি পর্যন্ত ২০ টাকা এবং ২৫ কিমি র ওপরে যাত্রা করতে গেলে ২৫ টাকা ভাড়া দিতে হয়।

                   গত আর্থিক বছরে মেট্রো রেল মোট ৩৫০ কোটি টাকার ক্ষতি করেছে। এটিই একমাত্র কলকাতার পরিবহন যা যথেষ্ট কম খরচে পরিষেবা দেয়। শহরের রাস্তায় এসি বাসে যাত্রা করতে গেলে যথেষ্ট বেশি খরচ করতে হয়, কিন্তু এসি মেট্রোর ক্ষেত্রে যাত্রীদের একই ভাড়া দিতে হয় যা নন- এসি মেট্রোর ক্ষেত্রে দেওয়া হয়। শহরের নন এসি বাসের ভাড়াই ৭ টাকা। যা দিয়ে ৪ কিমি পর্যন্ত যাওয়া যায়। দিল্লি মেট্রোর ভাড়া ৮ টাকা থেকে শুরু হয়ে ৬০টাকা অব্দি ধার্য করা আছে। কলকাতা মেট্রোর ১ টাকা আয়ের পরিবর্তে ২.৪৮ টাকা খরচ হয়। তাই স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে, আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য বজায় না থাকায় ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে কলকাতা মেট্রোকে।

                  মেট্রোর তরফে জানানো হয়েছে, ভাড়া বাড়ার সঙ্গে সঙ্গে পরিষেবা ভালো করার দিকেও তারা নজর দেবে। বর্তমানে যেখানে ৬৭% এসি রেক চলে, সেখানে পরে ৮০% এসি রেক চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। মেট্রোর ভাড়া বাড়ানো নিয়ে আগেও প্রস্তাব গেছে, কিন্তু রেল বোর্ডের তরফে সেই প্রস্তাব সম্মত হয়নি। তবে এবারে ভাড়া বৃদ্ধিতে রেলওয়ে বোর্ড সম্মতি জানিয়েছে, কিন্তু সর্বনিম্ন ভাড়া এবং সর্বোচ্চ ভাড়া একই রাখতে হবে বলে আদেশ দিয়েছে। মেট্রো অফিসিয়াল সূত্রে জানা গেছে, ৪০-৪৪% যাত্রী প্রতিদিন ৮-১০ কিমি যাতায়াত করেন। শুধুমাত্র ১.৫ শতাংশ যাত্রীরাই ২০ কিমির বেশি যাত্রা করেন।

               তবু সাধারণ মানুষ চাইছে যাতে মেট্রোর ভাড়া বাড়লে পরিষেবাও উন্নত হয়। মেট্রোর তরফে সেই আশ্বাস পেলে যাত্রীরা বেশি ভাড়া দিতে পিছপা হবেননা বলেও জানিয়েছেন অধিকাংশ যাত্রী।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...