Metro digitalization: টাকা দিয়ে আর টিকিট কেনা যাবেনা এই তিনটি মেট্রো স্টেশনে। কেন জানেন?

মেট্রো রেলকে আধুনিক বা ডিজিটাল করার ক্ষেত্রে উদ্যোগী হয়ে কর্তৃপক্ষ দিনকে দিন নতুন ইনোভেশন করে যাচ্ছে স্টেশন এবং মেট্রোকে ঘিরে। এইবার সে বিষয়ে একটি বড় পদক্ষেপ নিল অধিকর্তারা। তিনটি প্রধান মেট্রো স্টেশনে থাকবে না কোন বুকিং কাউন্টার। অর্থাৎ যাত্রীদেরকে নিজেদের টিকিট নিজেদেরকেই কাটতে হবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে।

হাইলাইটসঃ

১। রাজ্যের ৩ টি মেট্রো স্টেশনকে সম্পূর্ণ ডিজিটালাইজেশন করা হবে।

২। কোন তিনটি স্টেশন?

৩। এর কারণ কী?

এবার রাজ্যের তিনটি মেট্রো স্টেশনকে 'বুকিং কাউন্টার বিহীন' স্টেশনে পরিণত করতে চলেছে মেট্রো রেল। এই তিনটি স্টেশন পার্পেল এবং অরেঞ্জ লাইনের। স্টেশনের নাম তারাতলা, সখের বাজার ও কবি সুকান্ত। পয়লা আগস্ট থেকে এই তিনটি স্টেশনে থাকবে না কোন কাউন্টার।

এই স্টেশনগুলিকে ডিজিটালাইজেশন করার অন্যতম কারণ স্টেশনে যাত্রীসংখ্যা খুবই সামান্য। সখেরবাজার স্টেশনে দৈনিক গড় যাত্রী সংখ্যা ৫৫ জন, তারাতলা স্টেশনে যাত্রী ৭০ জন এবং কবি সুকান্ত মেট্রো স্টেশনে দৈনিক গড় যাত্রী ২২০ জন। এত অল্পসংখ্যক যাত্রী কোন মেট্রো স্টেশনে রোজ যাতায়াত করলে, বুকিং ক্লার্ক অন্যান্য কর্মচারীদের সেখানে নিয়োগ করা বৃথা। এই সমস্ত কিছু পর্যালোচনা করেই স্টেশনগুলিকে ১০০ শতাংশ প্রযুক্তি নির্ভর করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

পয়লা আগস্ট থেকে স্টেশনগুলিতে স্বয়ংক্রিয় স্মার্ট কার্ড রিচার্জ মেশিন (ASCRM) থেকে যাত্রীদেরকে টোকেন বা কাগজের কিউআর কোড ভিত্তিক টিকিট কিনতে হবে। অর্থাৎ স্টেশনগুলিতে টোকেন বা স্মার্ট কার্ড রিচার্জ করার জন্য কোন বুকিং কাউন্টার খোলা থাকবে না।

শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানায়, আগামী ৬ মাস রেল কর্তৃপক্ষ এই ব্যবস্থার উপর নজর রাখবে এবং যাত্রীদের প্রতিক্রিয়া পর্যালোচনা করবে। তারপরই স্টেশনকে সম্পূর্ণভাবে ডিজিটালাইজেশনের আওতায় ফেলা যায় কিনা তার সিদ্ধান্ত বহাল থাকবে।

কবি সুকান্ত, সখেরবাজার ও তারাতলা এই তিনটে স্টেশনেই ASCRM মেশিন বসানো হয়েছে। যাত্রীদের সুবিধার্থে দুটি করে মেশিন বসানো হয়েছে উক্ত স্টেশনগুলিতে।

এই উদ্যোগ নিয়ে আশাবাদী মেট্রোরেল কর্তৃপক্ষ। এখন বেশিরভাগ মানুষের কাছেই স্মার্ট ফোনে অনলাইন পেমেন্টের সুবিধা থাকে। তাই যাত্রীদেরকে বিশেষ অসুবিধায় পড়তে হবে না বলেই মনে করছে তারা। উপরন্তু, অনলাইন পেমেন্টের ফলে খুচরা পয়সা না থাকার সমস্যা থেকে মুক্তি পাবে যাত্রীরা। তবে যেসমস্ত মানুষের কাছে এই সুবিধা নেই তাদেরকে বিপাকে পড়তে হবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...