আজ মাঠে নামছেন মেসি, এমবাপে

কাতার বিশ্বকাপে আজ মাঠে নামছেন মেসি, এমবাপে। নিজের শেষ বিশ্বকাপ খেলতে নামছেন মেসি। আলাদা কি কোনও প্রস্তুতি নিয়েছেন তিনি? মেসি বলেছেন, "একদমই নয়। কম ম্যাচ খেলে বিশ্বকাপে এসেছি। কিন্তু খেলার মধ্যে থাকতে থাকতেই এসেছি। তাই কোনও অস্বস্তি হচ্ছে না। ছন্দেই আছি। তাই আলাদা করে কোনও প্রস্তুতির দরকার হচ্ছে না। নিজের খেয়াল রেখেছি। যে ভাবে গোটা জীবনে প্রস্তুতি নিয়েছি, সে ভাবেই এ বারও করেছি। এটাই আমার শেষ বিশ্বকাপ। একটা স্বপ্ন পূরণ করার শেষ সুযোগ।"

image

বিশ্বের অনেক ফুটবলপ্রেমীরাই চাইছেন মেসির হাতে বিশ্বকাপ উঠুক। সেই নিয়ে মেসি বলেছেন, "যারা আর্জেন্টিনীয় নন, কিন্তু আমাদের জয় দেখতে চাইছেন তাদের অনেক ধন্যবাদ। গোটা ফুটবলজীবনে যে ভালবাসা পেয়েছি তার জন্য ভাগ্যবান। যেখানে গিয়েছি ভালবাসা পেয়েছি।"

প্রশ্ন ছিল লিয়োনেল মেসি কি তা হলে সৌদি আরবের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে পারবেন? কাল আর্জেন্টিনার অধিনায়ক নিজেই সাংবাদিক সম্মেলন করে বলেছেন, "শারীরিক ভাবে খুবই ভাল জায়গায় রয়েছি। একটা দারুণ দলের সঙ্গে খেলতে চলেছি। এখন পুরোপুরি ফিট। কোনও সমস্যা নেই। শুনেছি আমি একা অনুশীলন করায় অনেকে অনেক কিছু বলেছে। আমার হালকা একটা চোট ছিল। তাই সাবধানতা রাখতেই একা অনুশীলন করি। এতে অস্বাভাবিক কিছু নেই। একটা অন্য সময় বিশ্বকাপ হচ্ছে এবার। শারীরিক সক্ষমতাও অন্য রকম থাকবে। আগে বিশ্বকাপের আগে এক মাসের প্রস্তুতি নেওয়া যেত। এখন সেই সময় নেই। দ্রুত খেলা হয়। জানতাম এমনই হবে। সে ভাবেই প্রস্তুতি নিয়েছি।"

মঙ্গলবার কাতার বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যাত্রা শুরু হচ্ছে গতবারের বিজয়ীদেরও। এমনিতেই চোটে জর্জরিত ফ্রান্স শিবির। এবারের দলে আগেই চোটের জন্য বাদ গেছেন গতবারের কাপ জয়ের অন্যতম কারিগর এমবাপে ও কান্তে। কাতারে আসার পরেই চোট পান ডিফেন্ডার কিমপেম্বে। বিশ্বকাপ শুরুর ঠিক আগের দিনই চোট পান ফ্রান্সের সেন্টার ফরোয়ার্ড করিম বেঞ্জিমা। আলোচনা চলছিল বেঞ্জিমার বদলে পরিবর্ত হিসাবে অ্যান্টনি মার্শিয়ালকে নিয়ে। কিন্তু ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ এই বিষয় নিয়ে কোন মন্তব্য করেননি।

https___cdn.cnn.com_cnnnext_dam_assets_211114063556-03-kylian-mbappe-scores-four-2022

বেঞ্জিমার ছিটকে যাওয়া নিয়ে কোচ দিদিয়ের বলেছেন, 'ফরাসি দলের জন্য এটা নতুন ধাক্কা। তা সত্ত্বেও, আমার দলের উপর আমার পূর্ণ আস্থা আছে। আমাদের জন্য বিশাল চ্যালেঞ্জ অপেক্ষা করছে তা মোকাবেলা করার জন্য আমরা সবকিছু করব'। দেশঁ আগে জানিয়ে দিয়েছিলেন ফ্রান্স ৪-৩-১-২ ছকে খেলবেন। কিন্তু এখন কী করবেন, সেটাই দেখার।  গ্রিজম্যান সম্ভবত 'ফলস নাইন' পজিশনে যেতে পারেন। বেঞ্জিমার বদলে খেলতে পারেন এসি মিলনের ৩৬ বছরের ফরোয়ার্ড অলিভিয়ের জিরু। শেষ বিশ্বকাপে বেঞ্জিমার দলে না থাকার বিষয়টা প্রায় মানুষকে ভুলিয়েই দিয়েছিলেন তিনি।

চোট ছাড়াও গত বারের বিশ্বজয়ী হবার সুবাদেও চাপ থাকবে ফ্রান্সের ওপর। ফ্রান্সের অধিনায়ক ও অভিজ্ঞ গোলরক্ষক হুগো লরিস কাতারে ভাল ফলের ব্যাপারে আত্মবিশ্বাসী। লরিস মেনে নিয়েছেন, তাঁদের উপর যথেষ্ট চাপ থাকবে। এ নিয়ে তিনি বলেছেন, ''আগের তিন বারের চ্যাম্পিয়নদের দিকে তাকালে দেখবেন, সকলেই পরের বার এসে সমস্যায় পড়েছে। গ্রুপের বাধাই টপকাতে পারেনি। আমাদের প্রথম লক্ষ্য, দ্বিতীয় রাউন্ডে যাওয়াই। জানি গ্ৰুপ স্তরের কোনও ম্যাচই সহজ হয় না।'' তাঁর মতে, ''আমাদের সব ম্যাচেই সেরা ফুটবল খেলতে হবে। শেষ ১৬ পর্ব থেকে প্রতিযোগিতা খুবই কঠিন। যে কোনও ম্যাচে যে কোনও ফল হতে পারে। কাউকেই হালকা ভাবে নেওয়ার প্রশ্ন নেই।''

যদিও দেঁশ, ২০১৮-র মতো এবারও পরপর দু'বার কাপ ঘরে তোলার স্বপ্ন দেখছেন কিলিয়ান এমবাপে উপর ভরসা রেখেই। এমবাপের বিষয়ে বলতে গিয়ে ফরাসি কোচ বলেছেন, 'চার বছর আগে ও যা করেছে তার থেকেও আজ আরও পরিণত প্লেয়ার হয়ে উঠেছে। এখন (বেঞ্জিমার চোটের পরে) ওর দায়িত্ব আরও বেড়েছে।' এমবাপের জন্ম ফ্রান্সে হলেও তাঁর বাবা আলজ়েরিয়ান এবং মা ক্যামেরুনের। এবছরের বিশ্বকাপে অন্যতম চর্চিত বিষয় এটি। এক ঝাঁক 'বিদেশি'-দের নিয়েই এবারের দল গড়েছেন ২০১৮-র বিশ্বজয়ী কোচ। সব অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ফ্রান্স দলের বৈচিত্র সব থেকে বেশি এ ব্যাপারে। এছাড়া দলে জায়গা পেয়েছেন ১৯৯৮ বিশ্বকাপে ফ্রান্সের হয়ে খেলা লিলিয়ান থুরামের ছেলে মার্কাস। কাতারে মাঠে নামার সুযোগ পেলে বাবার ২৪ বছর পর তিনিও দেশের হয়ে বিশ্বকাপ খেলবেন।

সোমবার সাংবাদিক বৈঠক করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। কিছু দিন আগে বিস্ফোরক এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে রোনাল্ডো অভিযোগ করেছিলেন, ক্লাব তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এদিন পর্তুগালের মহাতারকা বলে দিলেন, 'আমারজীবনে সময়জ্ঞানের মতো নিখুঁত আর কিছু নেই। কে কী ভাবল, তা নিয়ে আমি মাথা ঘামাই না। আমার যখন মন চায়, তখন কথা বলি। আমি বুলেটপ্রুফ।'' এখানেই না থেমে তিনি আরও বলেন, ''দলের সবাই আমাকে অনেক দিন থেকে চেনে। সবাই জানে আমি কী রকম মানুষ। আমি কী বিশ্বাস করি।''

প্রশ্ন ছিল বিতর্কিত সাক্ষাৎকারের প্রভাব কি পর্তুগালের ড্রেসিংরুমে পড়বে? রোনাল্ডোর সাফ জবাব, ''এই দলের সবার লক্ষ্য খুব উঁচুতে। সবার মধ্যে সাফল্যের খিদেটা খুব বেশি। তাই নিশ্চিত, আমাদের ফুটবলারদের মনঃসংযোগ আর লক্ষ্য কিছুতেই ধাক্কা খাবে না।'' এর পরে নিজের সম্পর্কেই ঘুরিয়ে রোনাল্ডো বলেন, ''ওর সঙ্গে জড়িত সব কিছু নিয়েই বিতর্ক আর সমালোচনা হবে।''

কাতারে আসার আগে পেটের সমস্যায় প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি রোনাল্ডো। কিন্তু কাতারে আসার পর থেকে তাঁকে চনমনে অবস্থাতেই পাওয়া গিয়েছে, ''আমি পুরোপুরি সুস্থ। ঠিক হয়ে গিয়েছি। ট্রেনিংও চলছে। আশা করছি, সেরা ছন্দেই বিশ্বকাপে নামতে পারব।'' রেকর্ড গড়া প্রসঙ্গে রোনাল্ডোর জবাব, ''আমি রেকর্ড তাড়া করি না। রেকর্ড এসে যায়।''

নিজের দলকে নিয়ে রোনাল্ডোর মন্তব্য, ''আমার মনে হয়, এই পর্তুগাল দলটার দক্ষতা দারুণ। আমরা অবশ্যই কাপ জিততে পারি। কিন্তু আমাদের এখন প্রথম ম্যাচ নিয়েই মনঃসংযোগ করতে হবে। ঘানার বিরুদ্ধেজিততে হবে।'' একই সাথে তিনি যোগ করেন— ''আমরাই সেরা।'' সাংবাদিক বৈঠকে তিনি এ দিন বলে যান, ''প্রতিযোগিতার শেষেই বোঝা যাবে, কোনদলটা সেরা। কিন্তু আমার বিশ্বাস, এই বিশ্বকাপের সেরা দল হল পর্তুগাল। তবে সেটা আমাদের মাঠে নেমে প্রমাণ করতে হবে।''

গতকাল ইংল্যান্ডের সামনে দাঁড়াতেই পারল না এশিয়ার শক্তি ইরান। ইরানের বড় ব্যবধানের হারের অন্যতম কারণ ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেটের কৌশল। কাতারে কাতারে গোল হল ম্যাচে। ইংল্যান্ড ৬-২ গোলে জেতে। পরের ম্যাচে কষ্টার্জিত জয় পায় নেদারল্যান্ড। প্রায় শেষে গিয়ে সেনেগালের বিরুদ্ধে ২-০ ম্যাচ জেতে তারা। ইউএসএ ও ওয়ালস ম্যাচের ফলাফল ১-১।

নিবন্ধকারঃ ঋদ্ধি রিত

এটা শেয়ার করতে পারো

...

Loading...