Mercedez Benz Cars: সি ক্লাসের মডেলগুলিকে আরও শক্তিশালী করে বাজারে আনছে মার্সিডিজ বেঞ্জ, কী কী ফিচার্স রয়েছে?

জনপ্রিয় গাড়ির কোম্পানির মধ্যে ‘মার্সিডিজ বেঞ্জ’ হল অন্যতম। এই কম্পানির জনপ্রিয় মডেলগুলি হল সি ক্লাস এবং জিএলএস মডেল। এবার এই মডেলগুলির আমূল আপডেট করেছে মার্সিডিজ।

জানা গিয়েছে এই মার্সিডিজের নতুন সি-ক্লাস পেট্রোল ভার্সনের গাড়িতে এবার জুড়ে গিয়েছে একটি নতুন পেট্রোলের পাওয়ারট্রেন। দেখা যাচ্ছে যে নতুন সিই ৩০০ এএমজি লাইন ক্রমে ক্রমে সি৩০০ডি জায়গা দখল করে নিয়েছে এবং বাজারের চাহিদা দেখে ধীরে ধীরে পেট্রোল ভার্সনে সরে যাচ্ছে এই গাড়ি।

এবার সি ৩০০ এএমজি লাইন একটি নতুন ১৯৯৯ সিসির ৪ সিলিন্ডার পেট্রোল ইঞ্জিনে পাওয়া যাবে। এতে ২৫৮ এইচপি শক্তি তৈরি হবে। ফলে, মাত্র ৬ সেকেন্ডের মধ্যে প্রতি ঘণ্টায় ০ থেকে ১০০ কিমি স্পিড উঠবে এই গাড়িতে। বাজারে ইন্টিগ্রেটেড স্টার্টার অল্টারনেটারের সঙ্গেই আসছে এই নতুন ইঞ্জিনটি। প্রায় ১৭ কিলোওয়াট পর্যন্ত শক্তি উৎপন্ন করে পারে এই গাড়ি। এছাড়া জানা গিয়েছে যে অতিরিক্তি ২০৫ এনএম টর্কও বেশ উৎপন্ন করতে পারে এবং সি৩০০ ইঞ্জিনে আরও একটি ওভারবুস্ট ফাংশনও থাকতে চলেছে এই গাড়িতে।

এখানেই শেষ নয়, অন্যান্য চেঞ্জের মধ্যে থাকছে নতুন প্যাটাগোনিয়া রেড ব্রাইট, সোডালাইট ব্লু শেড। এগুলি সি৩০০ মডেলের জন্য দেখতে পাওয়া যাবে। এছাড়া এএমজি লাইন মডেলটিও একটা স্পোর্টি লুক আনে। জানা গিয়েছে ফিচার্সগুলির মধ্যে বদল এসেছে। বার্মেস্টার থ্রিডি সারাউন্ড সাউন্ড, ডিজিটাল লাইটস, কি-লেস গো কমফর্ট প্যাকেজ, অগমেন্টেড রিয়ালিটি নেভিগেশন, ব্লাইন্ড স্পট অ্যাসিস্ট, সি-ক্লাস রেঞ্জের বাকি মডেলগুলির মধ্যে সি২০০ এবং সি২০০ডি হিটেড বা কুলড ফ্রন্ট সিট, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ফাস্ট চার্জিং ইউএসবি পোর্ট, ডিজিটাল কি হ্যান্ড ওভার, অ্যাডাপ্টিভ হাই বিম ইত্যাদি অত্যাধুনিক ফিচার্স রয়েছে গাড়িতে।

চলতি বছরের পুরোনো জিএলএস মডেলেও রয়েছে নতুন আপডেট। যেমন হিটেড বা কুলড ক্লাইমেটাইজড ফ্রন্ট সিট, ৯টা এয়ারব্যাগ।

কেমন দাম হবে এই গাড়িগুলির? জানা গিয়েছে ২০২৪ সালে সি২০০-র দাম ৬১.৮৫ লাখ টাকা এবং সি ২২০ ডি-র দাম ৬২.৮৫ লাখ টাকা। এছাড়া নতুন সি ৩০০ মডেলের দাম রাখা হয়েছে ৬৯ লাখ টাকা এবং জিএলসির দাম ৭৫.৯০ লাখ টাকা।    

এটা শেয়ার করতে পারো

...

Loading...

Warning: date(): It is not safe to rely on the system's timezone settings. You are *required* to use the date.timezone setting or the date_default_timezone_set() function. In case you used any of those methods and you are still getting this warning, you most likely misspelled the timezone identifier. We selected the timezone 'UTC' for now, but please set date.timezone to select your timezone. in /home/rnjcsin/public_html/addons/jiyobangla.com/news.php on line 34