'মেরাকি'র ফ্যাশন শো

বাংলা বর্ষশুরুর প্রাক্কালেই শহরের বুকে হয়ে গেল এক ধামাকেদার ফ্যাশন শো। আয়োজক 'মেরাকি'। এখন কথা হল, কারা এই 'মেরাকি'? নামটা ঠিক সকলের কাছে পরিচিত নয়। বায়া বুটিকের কর্ণধার রিমা চৌধুরী এবং হাসনা হেনা হাসান বুটিকের কর্ণধার হাসনা হেনা হাসান ফ্যাশন দুনিয়ার দুটি নতুন নাম। তাঁরা অত্যাধুনিক ডিজাইনের পোশাক পরিচ্ছদ বানিয়ে খ্যাতি পেয়েছেন ইতিমধ্যেই। এই দুই ডিজাইনার তাঁদের বুটিক যাত্রা শুরু করেন INIFD- তে যোগদানের মাধ্যমে। তবে,  শুধু পোশাক বানিয়েই থেমে নেই তাঁরা। নিজেদের তৈরি পোশাকগুলি মডেলদের গায়ে চড়িয়ে ফ্যাশন শো-এরও আয়োজন করে তাঁরা। সেই ফ্যাশন শো-এরই পোশাকি নাম 'মেরাকি'। 'মেরাকি'র মাধ্যমে নবীন মডেলদের সুযোগ দেওয়ার ইচ্ছা রয়েছে রিমা চৌধুরী এবং হাসনা হেনা হাসানের। আগামী দিনেও এই ইচ্ছা কাজে লাগাতে চান তাঁরা।

'মেরাকি'র প্রথম শো'টি অনুষ্ঠিত হয় গতবছর ৫ অগাস্ট। হাজির ছিলেন বাবুল সুপ্রিয়, সৃজিত মুখোপাধ্যায়। সব মিলিয়ে ৩০ জন মডেল সেদিন অংশগ্রহণ করেন 'মেরাকি'র ফ্যাশন শো'তে।

আর চলতি বছরের ফ্যাশন শো'টি অনুষ্ঠিত হল গতকাল, 'দ্য সার্কল ক্লাব'-এ। মডেলিং-এ নিজেদের কেরিয়ার গড়তে চান এমন বহু নতুন মুখের সারি সেদিন নজরে আসে 'মেরাকি'র দৌলতে। টাই নটস, বাঁধনি, জাপানি শিবোরি, হ্যান্ড এম্ব্রয়ডারি, হ্যান্ড প্রিন্ট, জারদৌসি সহ অত্যাধুনিক ডিজাইনের পোশাক নিয়ে শো-তে হাজির হন ৬ জন ডিজাইনার, ২৩ জন নবাগত মডেল, ১২ জন স্বনামধন্য মডেল। 'মেরাকি'-কে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে বাংলাদেশ থেকেও আসেন বহু ডিজাইনার। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির ছিলেন চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, প্রিয়া এন্টারটেনমেন্টের এম ডি অরিজিৎ দত্ত, নৃত্যশিল্পী অলোকপর্ণা গুহ। এদিন 'মেরাকি'র র‍্যাম্পে হাঁটলেন প্রিয়া এন্টারটেনমেন্টের এম ডি অরিজিৎ দত্ত, যা নজর কাড়ে সকলের। তিনি ছাড়াও র‍্যাম্পে হাঁটলেন ডিম্পি ঘোষ, মাধবীলতা মিত্র, মহুয়া সেন, নিক, রামপাল, রূপ বক্সি, রূপ ভট্টাচার্য, তামরি চৌধুরী, টিউলিপ দত্ত, সৌরাচিতা। পাশাপাশি কিছু চাইল্ড মডেলেরও উপস্থিতি লক্ষ্য করা যায় মঞ্চে। তারাও র‍্যাম্পে হাঁটে সেদিন। বিশেষ আকর্ষণের আরেকটি পর্ব ছিল এটাও। আর যাঁদের ডিজাইনার পোশাকে সমৃদ্ধ হল 'মেরাকি'র দ্বিতীয় নিবেদন তাঁরা হলেন দেবযানী ভদ্র, নারায়ণী জয়সয়াল,আদি অভি, শ্যামসুন্দর, হাসনা হেনা হাসান এবং রিমা চৌধুরী।  

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...