আমাদের আজকাল এত ব্যস্ত জীবন, যে নিজেদের মনের হদিস নেবার ফুরসত নেই। সেই বিষয়েই মানুষকে আরও সজাগ করতে এবং মনকে ভালো রাখতে ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি কলকাতার তরফ থেকে চার দিনের একটি মেলার আয়োজন করা হয়েছে। সেই কারনেই কখন যেন নিজেদের অজান্তেই মনের হাজারো রোগ বাসা বাধে। স্ট্রেস, ডিপ্রেশন যার মধ্যে অন্যতম। নিজেদের রুটিন মাফিক জীবনে আমরা যদি মনের খেয়াল না রাখি, তাহলে জীবনের সঙ্গেই নিজেরা বিশ্বাসঘতকতা করব।
মনের এই মেলায় মানুষের মনের খোঁজ নেওয়া হবে। 'মেন্টাল হেলথ ফেয়ার' বা 'মানসিক স্বাস্থ্য মেলা' দেশের মধ্যে এই প্রথম বলে দাবি করছেন উদ্যোক্তারা। ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি এবং এসএসকেএম-এর সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়েছে। জানুয়ারির ৯-১২ তারিখ পর্যন্ত চলবে এই মানসিক স্বাস্থ্য মেলা। মেলাটি অনুষ্ঠিত হবে এসএসকেএম চত্বরে। স্বাস্থ্যমেলার অর্গ্যানাইজিং চেয়ারপার্সন হয়েছেন এসএসকেএম-এর অধিকর্তা মনোময় বন্দ্যোপাধ্যায়। ইন্সটিটিউট অফ সাইকিয়াট্রিকের অধিকর্তা প্রদীপ সাহা জানান, মন ভালো রাখতে এবং মনের যন্ত্রণার খোঁজ নিতে অথবা মন খারাপ আমাদের কেন হয় তার কারণ খুঁজে বার করার জন্যই এই মেলার ভাবনা। ন্যাশনাল মেন্টাল হেল্থ সার্ভে অনুযায়ী বাংলা এবং কেরলে মনোরোগীর সংখ্যা বেশি। বিভিন্ন স্টল দেওয়া হয়েছে এই মেলায়। সেই স্টলগুলিতে আইকিউ টেস্টের পাশাপাশি মানসিকভাবে নিজেকে সচল রাখার এবং মন ভালো রাখার উপায় বলে দেবেন চিকিৎসকেরা। হাজির থাকবেন শহরের বিশিষ্ট মনো-চিকিৎসকেরা। মনোবিদদের মতে, মন খারাপের উৎস খুঁজে মানসিক যন্ত্রণার স্তরগুলি চিহ্নিত করে সেখান থেকে কীভাবে মানুষকে স্বাভাবিক জীবনে ফেরানো যায়, তাই নিয়েই চলবে চারদিনের এই অনুষ্ঠান। মনের হদিস পেতে মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে। করা হবে আইকিউ টেস্ট। কারো মানসিক স্বাস্থ্যের যখন অবনতি হয়, তার কী কী সম্ভাব্য কারণ থাকতে পারে, তাই বিশ্লেষণ করবেন চিকিৎসকেরা। মনের ভেতরের নানারকম রহস্য খোঁজাই হবে এই মেলার মূল উদ্দেশ্য। সেইসঙ্গে মানসিক স্বাস্থ্য সম্পর্কে নানারকম সিনেমা, নাটক, গান থাকবে গোটা অনুষ্ঠানজুড়ে।