‘মেল্টিং হাউস’-এর আশ্চর্য কাহিনী

বছর তিনেক আগে সোশ্যাল মিডিয়া খ্যাত মেল্টিং হাউসের ঠিকানা ছিল প্যারিসের জর্জ-৫ অ্যাভেনিউ। ক্রমশঃ পর্যটকদের ডেস্টিনেশন পয়েন্ট হয়ে উঠেছিল সে। অবাক বিস্ময়ে পর্যটক, মিডিয়া দেখল সত্যিই প্যারিসের রাস্তায় গলছে এই বিশাল বাড়ি। কিন্তু ছিল বলছি কেন? এখন কি এক্কেবারে গলে গেছে? সেই রহস্যের উদ্ঘাটন করব। 

Melting-House1
 
বিষয়টি হল পিয়ের দেলাভি নামে এক শিল্পীর কারসাজি। এই পুরো মেল্টিং হাউস কনসেপ্ট তাঁর। এটি একটি থ্রিডি অর্থাৎ ত্রিমাত্রিক ছবি। ২০০৭ সালেই তিনি এই ত্রিমাত্রিক ছবির পরিকল্পনা করেন। কিন্তু এই পুরো বিষয়টিকে বাস্তবায়িত করতে যে অর্থের প্রয়োজন ছিল তা ছিল তাঁর সাধ্যাতীত। কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ এল  ২০১৯ সালে।

প্যারিসের এক নির্মাণ সংস্থা ঠিক করলেন, নতুন বাড়ি তৈরির সময় তা আড়াল করে রাখা হবে পিয়ের দেলাভির সেই ত্রিমাত্রিক ছবি ব্যবহার করে। ১১ বছর আগের পরিকল্পনানুযায়ী এই  ত্রিমাত্রিক ছবি দিয়ে ঘিরে ফেললেন নির্মাণের এলাকা। আর সেই ছবিই ছিল এই মেল্টিং হাউস। কোথাও কোনো বাড়ি গলে যায়নি, এমন বাড়ির বাস্তবিক কোনো অস্তিত্বই ছিল না। সে ছিল শিল্পী সৃষ্ট এক ছবি।

Melting-House2
 
এখন সেই ‘মেল্টিং হাউস’ এর জায়গায় দাঁড়িয়ে পেল্লায় আধুনিক এক অট্টালিকা। ‘মেল্টিং হাউস’ আজ এক ইতিহাস। তার অস্তিত্ব শুধুই ইউটিউব আর ফটোগ্রাফে। চাইলে একবার দেখতে পারেন, অবাক হতে বাধ্য আপনিও।

এটা শেয়ার করতে পারো

...

Loading...