সকাল থেকে আজ থমকে আকাশ। সঙ্গীত মহল বেদনা বিধুর। ভারতের প্রথম স্বাধীন বাংলা রক সঙ্গীত ব্যান্ড 'মহীনের ঘোড়াগুলি'র প্রতিষ্ঠাতা সদস্য রঞ্জন ঘোষাল ঘুমের মধ্যেই ঘুম পাড়ানির দেশে চলে গেলেন। সকালে হার্ট অ্যাটাক হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বয়স হয়েছিল ৬৫ বছর।
১৯৭৫ সালে খুড়তুতো ভাই গৌতম চট্টোপাধ্যায়ের সঙ্গে 'মহীনের ঘোড়াগুলি' ব্যান্ডের প্রতিষ্ঠা করেন। ১৯৭৭ সালে প্রথম অ্যালবাম "সংবিগ্ন পাখিকুল কলকাতা বিষয়ক" প্রকাশিত হয়। জীবনমুখী গান এবং নৈতিক সঙ্গীত দর্শনের কারণে 'মহীনের ঘোড়াগুলি'কে, বাংলা ব্যান্ড গানের পথিকৃৎ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। বাংলা লোকগান এবং আমেরিকান শহুরে লোকধারার মিশ্রণ ঘটিয়েছিল এই ব্যান্ড।
১৯৫৫ সালে বর্ধমান জেলার মেমারীতে রঞ্জন ঘোষালের জন্ম। উচ্চশিক্ষা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। পরবর্তীকালে মুম্বই থেকে ন্যাশনাল ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং থেকে শিল্প ব্যবস্থাপনা বিষয়ে পিএইচডি করেন।
রঞ্জন ঘোষাল সঙ্গীতের পাশাপাশি ইংরেজি ও বাংলা ভাষায় একাধিক কবিতা ও গল্প লিখেছেন। এছাড়া চলচ্চিত্র এবং নাটকের জন্য চিত্রনাট্যও লিখেছেন।
"বেঙ্গালুরু থিয়েটার" দলের একজন সক্রিয় সদস্য হিসেবে স্ত্রী সঙ্গীতা ঘোষালের সঙ্গে "গ্রুপ থ্রি" নামে থিয়েটার দলে ইংরেজি নাটক পরিচালনা ও পারফর্ম করতেন। বেঙ্গালুরুতে "ফার্স্ট রক কনসার্ট- রিমেম্বারিং" এবং কলকাতায় "আবার বছর ত্রিশ মোহিনের ঘোড়াগুলি" আয়োজন করেছিলেন।
কলকাতায় চারুকলা ইনস্টিটিউটেশনে থাকাকালীন সঙ্গীতা ঘোষালের সঙ্গে আলাপ। আলাপ থেকে প্রেম এবং পরে তাঁরা পরিণয় সূত্রে আবদ্ধ হন। দুই ছেলে ইন্দ্রয়ুধ ঘোষাল ও অভিমন্যু ঘোষাল।
গত বছর "মিটু"তে তাঁর নাম জড়িয়ে যায়। পরে অবশ্য তিনি ক্ষমা প্রার্থনা করে নিজের ফেসবুকের টাইমলাইনে পোস্টও করেছিলেন।
আজ সকালে তিনি না-ফেরার দেশে চলে গেলেন। তাঁর এই আকস্মিক প্রয়াণে সঙ্গীত মহল স্তব্ধ। সেইসঙ্গে বাংলা রক ব্যান্ডের একটি অধ্যায়ের অবসান হল।