নেপালে অনুষ্ঠিত সাউথ এশিয়ান গেমসে যথেষ্ট ভালো খেলছেন ভারতীয় মহিলা খেলোয়াড়রা। বিভিন্ন ইভেন্টে নিজেদের কৃতিত্ব দেখানো পাশাপাশি দলগত ভাবেও যথেষ্ট এগিয়ে ভারতীয় খেলোয়াড়রা। এবারে নিজের কৃতিত্ব দেখিয়ে শিরোনামে উঠে এলেন বাংলার মেয়ে মেহুলি ঘোষ।
নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হওয়া সাউথ এশিয়ান গেমসে ২৫৩.৩ পয়েন্ট স্কোর করে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন জয়দীপ কর্মকারের ছাত্রী মেহুলি। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে দলগত সোনা পাওয়ার পাশাপাশি ওই বিভাগের ব্যক্তিগত মেডেলও জিতেছেন মেহুলি। এভাবে প্রতিবেশী দেশে গিয়ে খেলে মেডেল জিতে আসায় যথেষ্ট উচ্ছসিত ভারতীয় ক্রীড়া মহল। বিশেষ করে তীরন্দাজ শিবির খুশিতে মাতোয়ারা। গত বছর আইএসএসএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে রুপো পেয়েছিলেন মেহুলি। এছাড়াও গত বছর কমনওয়েলথ গেমস এবং ইউথ অলিম্পিকস থেকেও রুপো পেয়েছিলেন মেহুলি। এ বছর শুরু থেকেই নিজের যথেষ্ট ভালো ফর্মে ছিলেন তিনি।
উল্লেখ্য, ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে বিশ্বরেকর্ডের স্কোর ২৫২.৯। সেই জায়গায় মেহুলির স্কোর বেশি হলেও এই মুহূর্তে তিনি বিশ্বরেকর্ডধারী হতে পারছেননা। কিন্তু গেমস রেকর্ড হিসেবে মেহুলির নামের পাশে এই রেকর্ড অবশ্যই থেকে যাবে। তাঁর বিভাগে রুপো পেয়েছেন শ্রিয়ংকা সাদানগি (২৫০.৮) এবং ব্রোঞ্জ পেয়েছেন শ্রেয়া আগারওয়াল (২২৭.২)।