এবার শেফের ভূমিকায় ধরা দিতে চলেছেন রাহুল বন্দ্যোপাধ্যায়। জি বাংলা অরিজিনালসের জন্য তৈরি হচ্ছে নতুন ছবি ‘জাদু কড়াই’। তবে, এই নামের পরিবর্তন হতে পারে বলে জানা গিয়েছে। ছবির পরিচালক মেঘদূত রুদ্র। সূত্রের খবর, শুধু রান্নার তেল-ঝালই নয় এই ছবিতে থাকবে কমেডি আর থ্রিলারের মিশেলও। সুতরাং ছবিটিকে ফুড ফ্যান্টাসি কমেডি থ্রিলার-এর দলে ফেলাই যায়।
রাহুল বন্দ্যোপাধ্যায় ছাড়াও ছবিতে অভিনয় করছেন সায়নী দত্ত এবং জয়দীপ কুণ্ডু। ছবিতে সায়নীর চরিত্রের নাম রূপসা আরিফ এবং রাহুলের চরিত্রের নাম বিক্রম সেন। জয়দীপ কুণ্ডুকে দেখা যাবে একটি খল চরিত্রে।
এবার সংক্ষেপে গল্পটা- বিক্রম জমিদার বংশের ছেলে। কিন্তু সেই জমিদারী আজ অতীত। ওদিকে একটি হিস্টোরিক্যাল আর্কাইভে চাকরি করে বিক্রম। কিন্তু চাকরিতে তার মন নেই। মন পড়ে থাকে হেঁসেলের তেল, নুন, কড়াইতে। কারণ স্বপ্ন যে তার শেফ হওয়ার। সে একটি রেস্তোরাঁ খোলার স্বপ্ন দেখে। ভালবাসে রূপসাকে। এরপর কোথাকার জল কোথায় গড়ায় তা জানতে হলে দেখতে হবে ছবিটি। এই সপ্তাহ থেকেই ছবির শুটিং শুরু হওয়ার কথা।
প্রসঙ্গত, প্রায় বছর দশেক ধরে প্রদীপ্ত ভট্টাচার্যের সহ পরিচালক হিসেবে কাজ করছেন মেঘদূত। বেশ কিছু ডকুমেন্টরিও বানিয়েছেন তিনি। তবে, পূর্ণদৈরঘের ছবি এই প্রথম বানাতে চলেছেন। ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছেন সত্রাজিৎ সেন এবং সন্দীপ বসু। সঙ্গীত পরিচালক ইন্দ্র।
সব দিক ঠিক থাকলে খুব শীঘ্রই ফুড, ফ্যান্টাসি, কমেডি, থ্রিলারের ঝাঁঝে জমবে ‘জাদু কড়াই’।