ভয়াবহ বন্যায় ভাসছে মেঘালয়, অভিনব ভূমিকা আইএএসের

চলতি বছরের জুলাইয়ের শুরু থেকেই ব্যাপক বৃষ্টিতে ভাসছে মেঘালয়। ১৫ জুলাইয়ের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় এক লক্ষ মানুষ। সরকারী আধিকারেকারা ইতিমধ্যেই তৎপর এ বিষয়ে। তাঁদেরই একজন মেঘালয়ের ডেপুটি অফিসার আইএএস আধিকারিক রাম সিং। গ্রামে গ্রামে বোটে চেপে ঘুরে তিনি বন্যাদুর্গতদের প্রাণপন সাহায্য করছেন।  

পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে রাম জানালেন, “৮ জুলাই থেকেই ভয়াবহ বৃষ্টিপাত শুরু হয়েছে। মেঘালয়ের সীমান্তবর্তী আসাম ও বাংলাদেশের সীমানা এলাকায় জনসংখ্যা খুবই বেশি। সেখানেও বৃষ্টি থামার নাম নেই বলে জানা গিয়েছে। যদিও এখনও প্রাণহানির কোনও খবর মেলেনি।”

প্রতিরক্ষার ব্যপারে বলতে গিয়ে তিনি জানান, “আগাম সতর্কবার্তার পাশাপাশি বেশ কয়েকটি রিলিফ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সেখানে খাদ্য থেকে মেডিক্যাল ক্যাম্প সবেরই ব্যবস্থাও থাকবে। যদিও বাসিন্দাদের মধ্যে ঘর ছাড়তে অনেকেই নারাজ।’   

তিনি আরও জানালেন, বন্যা পরবর্তী ‘ট্রমা’র ব্যপারেও যথেষ্ট প্রকল্পের আয়োজন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে অনেকেই গরিব। তাঁদের জন্য আমরা জামাকাপড় ও অর্থ সাহায্যের আবেদনও করেছি। 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...