মেগা সিটি রেসিডেন্স পুজো কমিটি | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

আজকের দিনে যেমন ক্লাবের সাথে ক্লাবের লড়াই চলে সেরা দুর্গাপুজোকে ঘিরে, সেরকমই এই লড়াইয়ের ক্ষেত্র ছড়িয়েছে এবার আবাসনেও। আজকের যুগের এই দ্রুত নগরায়ণে গড়ে উঠছে একাধিক কমপ্লেক্স এবং আবাসন। আর সেই আবাসনই যেন নিজেদের মধ্যে একটি পাড়াগত ভাব তৈরি করে নেয়। আর পাড়া হলে তাতে দুর্গাপুজো করা তো মাস্ট। আর তাইই করে চলেছে মেগা সিটি রেসিডেন্স পুজো কমিটি।‘জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯’-এর পুজোর আড্ডাজিয়ো বাংলাস্টুডিওতে উপস্থিত ছিল মেগা সিটি রেসিডেন্স পুজো কমিটি। সঞ্চালক ইকেবানার সাথে নিজেদের পুজো নিয়ে কথা বললেন কমিটির যুগ্ম সম্পাদক দিবাকর আচার্যপার্থ দত্ত এবং কমিটির সদস্য নীতিশ বনসল

সদ্যই এই আবাসনের বাসিন্দারা তাদের দুর্গাপুজো আরম্ভ করেছে। এই বছর মেগা সিটি রেসিডেন্স পুজো কমিটির চতুর্থ বর্ষ হতে চলেছে। আর এবছর পঞ্চমীর দিন উদ্বোধন হবে পুজোর।এই বছর মেগা সিটি রেসিডেন্স পুজো কমিটির থিম হিসেবে উঠে আসছে হারিয়ে যাওয়া শৈশব। থিমের নাম ‘হারিয়ে যাওয়া ছোটবেলা’। তবে প্যান্ডেল থিমের হলেও প্রতিমা একেবারে সাবেকিয়ানায় পরিপূর্ণ করতে চলেছে তারা। প্রতি বছরের মত এবছরেও একচালার প্রতিমা তারা আনতে চলেছে।উদ্বোধনের দিন থেকে শুরু করে নবমী পর্যন্ত নানা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চলেছে মেগা সিটি রেসিডেন্স পুজো কমিটির সদস্যরা। এছাড়া আবাসন ও সাধারণ দর্শনার্থীদের জন্য অষ্টমীর দিন ভোগের আয়োজন করবে তারা।তাহলে আসতেই হচ্ছে মেগা সিটি রেসিডেন্স পুজো কমিটির দুর্গাপুজোয়, আর উপভোগ করতে হবে আবাসনের পুজোর এক বিশেষতা। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...