রক্তদান শিবির

'রক্তদান করা পুণ্যের কাজ কারণ আপনার দেওয়া এক বিন্দু রক্ত বাঁচিয়ে দিতে পারে কোনো অসহায় রোগীর প্রাণ' এই উদ্দেশ্যেই 'অখিল ভারতীয় তেরাপন্থ যুবক পরিষদ'-এর শাখা 'তেরাপন্থ যুবক পরিষদ' দক্ষিণ কলকাতার বুকে আয়োজন করেছিল একটি মেগা ব্লাড ডোনেশন ড্রাইভের। কলকাতার মোট ১০টি এলাকায় মোট ৫০টি রক্তদান শিবিরের আয়োজন করেছিল এই অল ইন্ডিয়া অর্গানাইজেশন সংস্থাটি। নিউ আলিপুর উদয়ন ক্লাব, গঙ্গাসহর নাগরিক পরিষদ ও তেরাপন্থ ভবন-এই তিনটি স্থানে গতকাল ২০ জানুয়ারি আয়োজিত হয়েছিল এই ক্যাম্প।

     শহরের এই তিনটি জায়গায় কাল নানা প্রান্ত থেকে লোক এসে দান করে গেছেন তাদের শরীরের মূল্যবান রক্তকণা। সংস্থার বক্তব্য, মোট ৩০০জন তখনও পর্যন্ত রক্তদান করেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংস্থার অধক্ষ্য শ্রী মনীশ শেঠিয়া, ছিলেন কনভেনর শ্রী পঙ্কজ বাবু, ক্লাব মেম্বার শ্রী অমরচন্দ্র বাবু প্রমুখ। তেরাপন্থ ভবনে উপস্থিত ছিলেন ডাক্তার সৌমিত্র মান্না যিনি জানালেন, রক্তদানের আগে দাতার শরীরের কি কি অবস্থার কথা মাথায় রাখা উচিত। সংস্থার অধক্ষ্য জানালেন, তাঁদের সংস্থার গোড়ার কথা। সবশেষে সেখানে উপস্থিত ছিলেন জনপ্রিয় রেডিও জকি আরজে প্রভীন। তিনিও যথারীতি স্বমহিমায় তার নিজস্ব ভঙ্গিতে জনতার সাথে কথা বলে জানালেন রক্তদানের উপকারিতা। তেরাপন্থ ভবনে কাল উপস্থিত ছিলেন তাদের গুরুমাও। তেরাপন্থ ধর্ম সংঘের সাধিকা জৈন সাধু শ্রী মহাশ্রমণাজির শিষ্যা ডক্টর প্রভাজি। দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে যিনি প্রচার করছেন নৈতিকতা, সদ্ভাব ও সদাচারের কথা।

প্রতিটি রক্তদান শিবিরের স্থানেই রাখা ছিল যথাযত জলখাবারের আয়োজন। ব্যবস্থা ছিল সার্টিফিকেটেরও। তেরাপন্থ ভবনে ব্যবস্থা ছিল দুপুরের খাবারেরও। হঠাৎ অসুস্থ্য হয়ে পড়া ব্যক্তির জন্য সেখানে বসেছিল স্পেশাল মেডিক্যাল বোর্ডও

এটা শেয়ার করতে পারো

...

Loading...