ডেনমার্কে দেখা মেলে ছোট্ট এক শ্রীরামপুরের

এখানকার শ্রীরামপুর থেকে কেউ যদি ডেনমার্কে বেড়াতে যান, সেখানে গিয়ে সেখানকার দর্শনীয় স্থান ঘুরে দেখতে দেখতে যদি পৌঁছে যান কোপেনহেগেনের ন্যাশনাল মিউজিয়ামে, তাহলে চমৎকৃত হবেনই। আপাতদৃষ্টিতে দুটি শহরের মধ্যে মিলের চেয়ে অমিলই বেশি, কিন্তু সেই শহরদুটিই হয়ে উঠেছে একে অন্যের পরিপূরক। সকলেরই জানা, স্ক্যান্ডিনেভিয়ার ইতিহাসপ্রীতি রয়েছে। পুরোনো ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে এই দেশের যথেষ্ট সুনাম রয়েছে। নিজেদের প্রাচীন ঐতিহ্য নিয়ে তাদের যেমন গর্ব আছে, তেমনি সেই ঐতিহ্য যেন পরবর্তী প্রজন্মকেও প্রভাবিত করে তার প্রতি তাদের দৃষ্টি অটুট।

        নিজেদের ঐতিহ্য মেলে ধরতে স্ক্যান্ডিনেভিয়ার ন্যাশনাল মিউজিয়ামে নিজেদের দেশের প্রাচীন ঐতিহ্য পুরোটাই ধরে রাখা আছে। এই মিউজিয়ামে রয়েছে বিভিন্ন গ্যালারি। তেমনি একটি গ্যালারি হল 'ভয়েসেস অফ দ্য কলোনিজ'। ১৭৫৫-১৮৪৫ সাল পর্যন্ত শ্রীরামপুর ছিল ড্যানিস কলোনি। বিভিন্ন প্রতিকৃতি, ছবি, সাইনবোর্ডের মধ্যে দিয়ে ড্যানিশ স্মৃতি বিজড়িত এই শহরের বর্তমান সময়কে তুলে ধরা হয়েছে এই গ্যালারিতে। চোখে পড়বে রাস্তার ধারের ত্রিফলা আলোকস্তম্ভ। তার গায়ে লেখা এবং ঝুলতে থাকা বিভিন্ন পোস্টার। শিক্ষাকেন্দ্রের বিজ্ঞাপন, পশ্চিমবঙ্গ যুবকল্যাণ দফতরের নোটিস বা স্বরূপগঞ্জ মেলা উৎসবের বিজ্ঞাপন সবই রয়েছে ওই পোস্টারগুলির তালিকায়। রয়েছে শ্রীরামপুরের গোস্বামী প্রাসাদ বা সুপ্রাচীন গির্জা সম্পর্কিত ভিডিও। যা থেকে পাওয়া যাবে খুঁটিনাটি বিভিন্ন প্রকার তথ্য। গ্যালারি ঘরের মাঝখানটাতে রয়েছে শহরের রাস্তা, দোকান, বাড়ির বিভিন্ন ছবিরাস্তার ধারের চাকা লাগানো দোকানের প্রতিকৃতিও রাখা হয়েছে এই জাদুঘরে। সেই দোকানে রঙ-বেরঙের লজেন্সের পাশাপাশি রয়েছে বাংলা সংবাদপত্রও'পিপল অফ দ্য আর্থ' নামে একটি গ্যালারিতে রয়েছে হিন্দু দেব-দেবীর মূর্তি। এই অংশ আকর্ষণীয় করে তুলতে একটি বেশ বড় মাপের কালী প্রতিমা রাখা হয়েছে। সেটি তৈরী করেছেন কলকাতার কার্তিক চন্দ্র পাল। রয়েছে গণেশের মূর্তির সঙ্গে আরো দেব-দেবীর মূর্তি। এভাবে ডেনমার্কে গিয়ে শ্রীরামপুরের ঝলক দেখতে আমাদের বাঙালিদের যথেষ্ট ভালো লাগবে তা বলাই বাহুল্য।

এটা শেয়ার করতে পারো

...

Loading...