স্বপ্নে সারমেয়

ঘুমোতে কার না ভালো লাগে বলুন? আর ঘুমের সময় দেখা সেই মিষ্টি মিষ্টি স্বপ্নগুলো? হ্যাঁ, বলে বোঝানোর দরকার নেই। সকলেই আমরা ঘুমিয়ে নানান রকম স্বপ্ন দেখে থাকি। কিছু স্বপ্ন আনন্দের থাকে তো কিছু থাকে দুঃখের এবং কিছু থাকে ভয়ের। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার এমন স্বপ্ন আসে যেগুলির আপেক্ষিকভাবে কোনো অর্থ থাকে না। আমরা ঘুম ভাঙার পরে হয়তো ভুলেও যাই সেই স্বপ্নের কথা। কিছু স্বপ্ন আবার মনেও থাকে কিন্তু আমরা বুঝে উঠতে পারিনা সেই স্বপ্ন আমরা কেন দেখলাম। স্বপ্নে যেমন চেনা মানুষ আসেন তেমনই অচেনা মানুষও আসেন। তখন আমরা ভাবতে থাকি এই মানুষকে আমরা কোথায় দেখেছি। কখনো স্বপ্নে নানা জীবজন্তুর দেখা মেলে। সেক্ষেত্রেও আমাদের এটা বুঝতে অসুবিধা হয় যে কেন  আমরা হাতি দেখলাম আর কেনই বা ইঁদুর দেখলাম। তখন আমরা বাধ্য হয়েই খোঁজ করি স্বপ্নফল বিচারকের।

প্রতি স্বপ্নের কিছু না কিছু মানে থাকে। কখনো অতীতের কোনো কথা আমরা মনে করে সেটিকেই স্বপ্নের আকারে দেখি। আবার কখনো আমরা ভবিষ্যৎও স্বপ্নের আকারে দেখে থাকি। কিছুদিন পরে হয়তো বাস্তবে সেই জিনিসটিকে আদতে ঘটতে দেখা যায় কিন্তু অনেককাল আগেই আমরা তাকে দেখে ফেলেছি যেটা ছিল কিনা স্বপ্নের আকারে। আচ্ছা অনেক সময় আমরা সারমেয় বা মার্জারকে স্বপ্নে দেখে থাকি। কিন্তু এদের স্বপ্নে দেখা কি নির্দিষ্ট কোনো অর্থ বহন করে? চলুন আজ সেই বিষয়েই জানা যাক.............

প্রতি স্বপ্নের আলাদা আলাদা মানে থাকে। জানা যায়, স্বপ্নে সারমেয় দেখার অর্থ বন্ধুত্ব, লয়াল্টি আর প্রোটেকশন। মূলত এই তিনটি বেসিক জিনিসই মানুষ চায় তার জীবনে। আর একজন মানুষের সবচেয়ে ভালো বন্ধু হতে পারে একজন সারমেয়ই। যদি স্বপ্নের মধ্যে রাগী বা বদমেজাজি সারমেয় দেখে থাকেন তাহলে বুঝতে হবে আপনার কাছের কোন বন্ধু আপনার সাথে বিস্বাসঘাতকতা করতে চলেছে। এই স্বপ্ন তারই ইঙ্গিত। কিংবা আপনার জীবনে যদি এরকম কোনো মানুষ থাকে যাকে বিশ্বাস করে আপনি ভুল করছেন তা বোঝানোর জন্যেও স্বপ্নের সারমেয় আসতে পারে। কিন্তু আসল কথা কি বলুন তো? স্বপ্নফল থাকতেই পারে, তবে স্বপ্ন আমরা মূলত সেইসব জিনিসের দেখি যাদের কথা আমরা সারাদিন ভাবি। আমাদের যদি কখনও মনে করি যে, আমি কি এই লোকটিকে বিশ্বাস করে ঠিক করছি? এই ছোট্ট সন্দেহটিই রাতে ঘুমের মধ্যে স্বপ্ন হিসেবে আসবে।

স্বপ্নে সারমেয় দেখা নিয়ে রয়েছে নানা মিথ। অনেকে মনে করেন, স্বপ্নে সারমেয় দেখার অর্থ হলো তার জীবনে আসতে চলেছে নতুন কোনো বন্ধু। এগুলো বাদ দিয়ে আরও নানা রকম স্বপ্ন আসতে পারে ঘুমের মধ্যে। যদি কখনো কোনো স্বপ্ন নিয়ে মনে ধন্দ সৃষ্টি হয় তাহলে সময় নষ্ট না করে হাতে তুলে নিন মোবাইল আর সার্চ করে নিন সেই স্বপ্নের অর্থ....................... 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...