পুলিশের মুনওয়াক থেকে অনুপ্রেরণা, নেচেই ট্রাফিক কন্ট্রোল ছাত্রীর

সিগনালে ‘মুনওয়াক’ করেই ভাইরাল ইন্দোরের ২৩ বছর বয়সী এক যুবতী| এমবিএ পড়া সেই ছাত্রী ইন্দোরের ব্যস্ততম রাস্তাগুলিতে নেচে সেই রাস্তায় যাতায়াত করা মানুষকে সতর্ক করার চেষ্টা করতে থাকেন| জানা গেছে, মধ্যপ্রদেশের সাগর জেলার একজন পুলিশকর্তার মুনওয়াক থেকে অনুপ্রানিত হয়েই এই কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন এই ছাত্রীটি| জানা গেছে এই ছাত্রীটির নাম শুভি জৈন| তার বাসস্থানে পুনে|

সূত্রের খবর, মধ্যপ্রদেশের এক পুলিশকর্তা রঞ্জিত সিংহ মুনওয়াকের মাধ্যমেই বাইকআরোহীদের সতর্ক করেন হেলমেট পরার জন্য এবং সাথে চারচাকা আরোহীদের সিট বেল্ট বাঁধার জন্য| তাঁর অভিনব নৃত্যের ভঙ্গি দিয়েই তিনি সচেতনতা প্রচার করে চলেছে বহুদিন ধরেই| তবে এমবিএ-এর এই ছাত্রীটি কিন্তু সেখানকার পাকাপাকি বাসিন্দা নয়| সে মাত্র ১৫ দিনের জন্য ইন্টার্নশিপ করতে এসেছেন ইন্দোরে| কিন্ত এত কম সময়ের মধ্যেই তিনি ব্যস্ততম রাস্তাগুলির ট্রাফিক সামলাতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন| সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতে ইতিমধ্যেই ভাইরাল এই ছাত্রের কীর্তি|

তার এই কীর্তি ভাইরাল হওয়ার পর ছাত্রীটি জানিয়েছেন, তার পূর্বে এই ধরনের ট্রাফিক সামলানোর কোনো অভিজ্ঞতাই ছিল না| ইন্দোরে অসার পর তিনি দেখেন কম বয়সী অনেক ভলেন্টিয়ার দক্ষতার সাথে ট্রাফিক সামলানোর কাজটি করছে| তাদের সাথে যোগ দেওয়ার ইচ্ছে থেকেই এই সিদ্ধান্ত, জানিয়েছেন শুভি|তার এই অভিনব পদক্ষেপের জন্য প্রশাসনের তরফ থেকেও প্রশংসা করা হয়েছে ছাত্রীটির|     

এটা শেয়ার করতে পারো

...

Loading...