ইন্দোরের হোল্কার স্টেডিয়ামে, প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে চালকের আসনে ভারত। ভারতের পেস ত্রোয়ী মহম্মদ শামি, উমেশ যাদব ও ইশান্ত শর্মার অনবদ্য বোলিয়ের জেরে ১৫০ রানেই শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের ইনিংস। মুশফিকুর রহিম, লিটন দাস ও মমিনুল হক ছাড়া তেমন ভাবে কেউই ভারতের বোলিয়ের সামনে দাঁড়াতে পারে নি। ফলাফলে প্রথম দিনের মাঝ পথেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মার উইকেট তাড়াতাড়ি পড়ে গেলেও, জমি আঁকড়ে বসে মায়াঙ্ক আগ্রওয়াল ও চেতেশ্বর পুজারা। ১ উইকেট হারিয়ে ৮৬ রান করে শেষ হয় প্রথম দিনের খেলা। তবে চমক অপেক্ষা করছিল দ্বিতীয় দিনের শুরুতে। অনেকই আশঙ্কা করেছিল রাতভর শিশির ভেজা পিচে, দিনের শুরুতে বিপদে পড়তে পারে ভারতীয় ব্যাটসম্যানরা। সেই আশঙ্কাকে বুড়ো আঙুল দেখিয়ে দিল মায়াঙ্ক আগ্রওয়াল ও পুজারা। এই দুই ব্যাটসম্যানের ‘স্টেডি’ ইনিংসের ওপর ভর করে আরও এগিয়ে চলে ভারত। পরবর্তী কালে পুজারা ৫৪ রান ও বিরাট কোহলি শূন্য রানে ডাগ আউটে ফিরে গেলেও, নাছোরবান্দা মায়াঙ্ক ও অজিঙ্কা রাহানে হাল ধরে ভারতের ব্যাটিংয়ের। রাহানে একটুর জন্য নিজের শতরান হাতছাড়া করলেও, মায়াঙ্ক ২৪৩ রান করে আউট হন। আপাতত পিচে টিকে রয়েছে জাদেজা ও উইকেট রক্ষক ঋদ্ধিমান সাহা।