জানেন পৃথিবীর দীর্ঘতম ট্রেন কোনটি? যা প্রায় দুই কিলোমিটার বিস্তৃত আর যে ট্রেনে রয়েছে প্রায় ২০০টি বগি?
এই ট্রেনটির নাম মরিশানিয়া এক্সপ্রেস। পৃথিবীর দীর্ঘতম এই ট্রেনটি চলে বিশ্বের সবচেয়ে উষ্ণ সাহারা মরুভূমির মধ্যে দিয়ে। ট্রেনটির সম্পূর্ণ বিবরণ শুনলে আপনি অবাক হতে বাধ্য।
দৈর্ঘ্যে প্রায় আড়াই কিলোমিটার লম্বা এই ট্রেনটিতে বগি রয়েছে প্রায় ২০০টি। এত সংখ্যক বগির মরিশানিয়ান এক্সপ্রেস চালাতে প্রয়োজন পড়ে ৩-৪টি শক্তিশালী লোকোমোটিভ ইঞ্জিনের এবং এই ট্রেনের শুরু থেকে শেষ দেখতে গেলে প্রায় ২০ মিনিট থেকে আধঘন্টা অপেক্ষা করে থাকতে হয়। তবে এই ট্রেন যাত্রী চলাচলের উপযুক্ত ?
না, এই দীর্ঘ মরিশানিয়ান এক্সপ্রেস একটি লৌহবাহী মালগাড়ি। সাহারা মরুভূমির প্রায় জনমানবহীন অঞ্চলের মধ্য দিয়ে চলাচল করে এই এক্সপ্রেসটি, যা প্রায় ১৬ হাজার টন আকরিক লোহা পরিবহণ করে। ২০০ টি বগির এক একটি বগিতে অন্তত ৮৪ টন লোহা পরিবহণ করে এই ট্রেন। এটি মরিশানিয়ার জুনাব থেকে নুয়াধিবৌর বন্দর শহরে পৌঁছতে প্রায় ৭০৬ কিমি পথ পাড়ি দিতে হয় এই ট্রেনটিকে। প্রায় ২০ ঘণ্টা সময় লাগে দীর্ঘ এই যাত্রাপথ পাড়ি দিতে। সাহারার স্থানীয়েরাও এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য এই ট্রেনের ব্যবহার করেন। তবে সাহারার তীব্র গরমের মধ্যে যাত্রী পরিবহণের পক্ষে মোটেও উপযোগী নয় ট্রেনটি।
উল্লেখ্য, এই ট্রেনটির যাত্রা শুরু হয় ১৯৬৩ সালে। মরিশানিয়ার দ্বিতীয় বন্দর শহর নুয়াধিবৌর লৌহ খনি থেকে লোহা নিয়ে সাহারা পাড়ি দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করে এটি। তবে ২০০৯ সালে যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে তা পুনরায় চালু করা হয়।
তবে ২০১৯ সাল থেকে মরিশানিয়ান রেলওয়ে ভ্রমণকারীদের এই ট্রেনে যাত্রার সুযোগ করে দিয়েছে। জানা গেছে, ভ্রমণার্থীদের জন্য দু’টি কামরা সংযুক্ত করা হয়েছে এবং তাঁরা একটি লোহার খনিও ঘুরে দেখার সুযোগ পাবেন।