সূয্যি মামার দাপট, বন্ধ হল খেলা

ক্রিকেট ইতিহাসের এক নজিরবীহিন ঘটনার সাক্ষী থাকল নিউজিল্যান্ডের ম্যাক লিন পার্কের স্টেডিয়াম। সাধারণত আমরা দেখে থাকি যে আলো কম থাকা বা বৃষ্টির জন্য অনেক সময় বন্ধ হয় যায় ক্রিকেট খেলা। কিন্তু এদিন যা ঘটল তা আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে প্রথম। অল্প আলো বা বৃষ্টির জন্য নয়, খেলা বন্ধ হল অত্যাধিক সূর্যালোকের ফলে। প্রসঙ্গত, এ হেন ঘটনা এড়িয়ে চলার জন্য সাধারণত উত্তর-দক্ষিন বরাবর তৈরা করা হয় ক্রিকেট পিচ কিন্তু ম্যাকলিন পার্কের পিচ পূর্ব-পশ্চিম বরাবর বলে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়। অন ফিল্ড আম্পায়ার শন জর্জ জানান সূর্যালোকের ফলে ব্যাটসম্যানদের বল স্পট করায় অসুবিধা হচ্ছিল। তাছাড়াও ম্যাচ পরিচালনা করার পাশাপাশি খেলোয়াড়দের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পরিস্থিতি যাই হোক না কেন ভারতকে জয়ের হাত থেকে ফেরাতে পারে নি ‘জ্যোতিরাজ’। খেলা বন্ধ থাকার ফলে ডি/এল মেথড অনুযায়ী ৪৯ ওভারে ১৫৬ রান করতে হত ভারতকে। শিখর ধওয়ান ও রান মেশিন কোহলির দৌলতে খুব সহজেই প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। শেষ অবধি কোহলি টিকে না থাকলেও ৭৫ রান করে অপরাজিত থাকেন  ধওয়ান৮ উইকেটে ম্যাচ জিতে, ৫ ম্যাচের সিরিজে, ১-০ এগিয়ে রইল ‘মেন ইন ব্লু’।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...