অলিম্পিকে মেরি কম

জাতীয় বক্সিং প্রতিযোগিতায় মহিলাদের ৫১ কেজি বিভাগে নিখাত জারিন কে ৯-১ ফলাফলে হারিয়ে আসন্ন অলিম্পিকে জায়গা পাকা করে নিলেন ছয় বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম।প্রতিভা বনাম অভিজ্ঞতার এই লড়াইয়ের শুরু থেকেই এগিয়ে ছিল অভিজ্ঞতা। মেরি কমের ‘ব়্যাপিড পাঞ্চ’-এর জবাব প্রায় দিতেই পারছিলেন না নিখাত। তবে ম্যাচ চলাকালিন পরিস্থিতি একটু অশান্ত হয়ে ওঠে। মেরি কমের একটি ‘মুভ’ অবৈধ বলে দর্শকদের বিচার করতে বলে জারিন। তেলঙ্গানা থেকে আসা বেশ কয়েকজন দর্শক তা ফাউল বলে ঘোষণা করেন। অবশেষে ভারতের বক্সিং নিয়ামক সংস্থা , বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি অজয় সিং এসে পরিস্থিতির সামাল দেয়।মেরি কম ছাড়া আর যারা এই প্রতিযোগিতায় পদক জিতেছেন সোনিয়া লাথার(৫৭কেজি), হারান শাক্সি চৌধুরী-কে। ৬০ কেজি বিভাগে এল সরিতা দেবী-কে হারান সিমরনজিৎ কৌর। ৬৯কেজি বিভাগে ললিতা কে হারিয়ে জয় পান লভলিনা বর্গোহাইন।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...