নিজের দীর্ঘ কেরিয়ারে নানা সম্মানে সম্মানিত হয়েছেন ভারতীয় বক্সার মেরি কম। কিন্তু এবার বিশেষ এক সম্মান পেলেন তিনি। মালয়েশিয়াতে এশিয়ান স্পোর্টসরাইটার ইউনিয়ন (এশিয়া)-এর তরফ থেকে আয়োজিত ‘অ্যাওয়ার্ডস ফর এশিয়া’ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এশিয়ার সেরা মহিলা অ্যাথলিট হিসেবে ঘোষিত হল তাঁর নাম।
২০১৮ সালে নিজের সপ্তম বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতা ৩৬ বছর বর্ষীয়ান এই ফ্লাইওয়েট বিভাগের এই বক্সারের হয়ে এই পুরষ্কার নিতে আসেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সুবোধ মাল্লা বড়ুয়া। তার হাতে পুরষ্কারটি তুলে দেন মালয়েশিয়ার সেলাঙ্গোর প্রদেশের মুখ্যমন্ত্রী ইয়াব তুয়ান হাজি আমিরুদ্দিন শারি।
১৯৭৮ সালে প্রতিষ্ঠিত এই এশিয়ান স্পোর্টসরাইটার ইউনিয়ন (এশিয়া) এই প্রথমবার এরকম একটি পুরষ্কার আয়োজন করেছে। মেরি কম ছাড়াও এশিয়ার সেরা পুরুষ অ্যাথলিট হিসেবে ঘোষিত হন দক্ষিণ কোরিয়া ও টটেনহ্যাম-এর দুর্ধর্ষ ফুটবলার সন হিউং মিন। এছাড়াও এশিয়ার সেরা পুরুষ দল হিসেবে পুরষ্কৃত হল কাতার ফুটবল দল। প্রথমবার এশিয়া কাপ জয় ছাড়াও তারা কোপা আমেরিকায় আমন্ত্রিত দল হিসেবে খেলে এসেছে। এবং এশিয়ার সেরা মহিলা দল হিসেবে নির্বাচিত হয়েছে জাপান ফুটবল দল।