Best Selling Cars: বাজারে বেশ জনপ্রিয়তা পাচ্ছে মারুতি ও মাহিন্দ্রার দুই গাড়ি, কী বিশেষত্ব রয়েছে এই দুই গাড়ির মধ্যে?

সম্প্রতি গাড়ি বাজারে গ্রাহকদের জন্য এসেছে নতুন দুটি গাড়ি। আর ওই গাড়িগুলি বাজারে আসার সঙ্গে সঙ্গেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ওই গাড়ি দুটি হল মারুতি সুইফট এবং মাহিন্দ্রা XUV 3XO। বিপুল সংখ্যায় বুকিং শুরু হয়ে গিয়েছে এই মডেলগুলির। দেখা গিয়েছে যে এই XUV 3XO মডেলটি খুব কম সময়ের মধ্যেই ৫০ হাজার এবং সুইফট মডেলটি এই সময়ের মধ্যে ৪০ হাজার বুকিং পেয়েছে।

চলুন আজ জেনে নেওয়া যাক, দুই গাড়ির মধ্যে কি বিশেষত্ব রয়েছে।

প্রথমেই বলা যাক, মারুতি সুইফট নিয়ে। এটি টপ এন্ড ZX1 ভ্যারিয়েন্টের থেকে কম দাম VX1 ভ্যারিয়েন্টের। ফলে, চাহিদাটাও বেশ অনেকটাই বেশি গ্রাহকদের মধ্যে। টপ এন্ড ZX1 এবং ZX1+-এর দাম ৯.৩ লক্ষ এবং ৯ লক্ষ টাকা আর VX1-এর দাম ৭.৩ লক্ষ টাকা।

অন্যদিকে, মাহিন্দ্রার XUV 3XO মডেলটির দুই ভ্যারিয়েন্টে AX5 এবং AX5L-এর মধ্যেও দামের তফাৎ রয়েছে। ফলে, গ্রাহকদের মধ্যে এই গাড়ি বেছে নেওয়ার কারণটা বেশি।

ফিচার্সের দিক থেকে দেখলে, দুটো গাড়ির মধ্যেই একই উপাদান থাকছে, তবে মাহিন্দ্রার সেফটি ফিচার্সগুলি আরও উন্নতমানের।

কিন্তু কেন বাড়ছে এই ভ্যারিয়েন্টের গাড়িগুলির চাহিদা?

আসলে, আজকের দিনে গাড়িগুলিতে অনেক বেশি ফিচার্স দিয়ে বাজারে আনা হচ্ছে। এছাড়া কোম্পানি জানে এই গাড়ি গ্রাহকদের আকৃষ্ট করবে। তাই দামের দিকটাও বজায় রাখছে। ফলে, গাড়িপ্রেমীরা নিজের ফিচার্সের চাহিদা মাথায় রেখেই এই গাড়িগুলি কিনছেন। দুই জনপ্রিয় গাড়ি মূলত মিড স্পেক ভ্যারিয়ান্টের মডেল। ফলে, বেশ জনপ্রিয়তা পাচ্ছে গাড়িপ্রেমীদের মধ্যে। গাড়ির ডিজাইন থেকে শুরু করে ভালো দাম ও ফিচার্স সবটাই বেশ নজরকাড়া। তাই এই দুই গাড়ি বাজারে বেশ জনপ্রিয় হয়ে উঠছে দিনে দিনে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...