কলকাতার পুজো তো হিট হয় সে তো আমরা সকলেই জানি। কাতারে কাতারে মানুষ রাস্তায় নেমে পড়েন বিভিন্ন ক্লাবের প্যান্ডেল ও ঠাকুর দেখার উদ্দেশ্যে। কিন্তু কলকাতার বাইরেও, বিশেষত গ্রামাঞ্চলেও দুর্গাপুজো একেবারে হইহই করে পালন করা হয় তা কতজনই বা জানে। আর সেটিই জানাতে চলেছে মার্সিলাগড় আলমপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি।
‘জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯’-এর পুজোর আড্ডায় জিয়ো বাংলার স্টুডিওতে উপস্থিত ছিল মার্সিলাগড় আলমপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি। সঞ্চালক শুভর সাথে নিজেদের পুজো নিয়ে কথা বললেন কমিটির সম্পাদক প্রসেনজিত দেশমুখ, কোষাধ্যক্ষ সৌমেন দাস এবং সদস্য সুব্রত মাঝি।এই বছর মার্সিলাগড় আলমপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো ৭৩ বছরে পদার্পণ করছে। মোট ৩টি গ্রামকে একত্র করে এক বিরাট বড় পুজোর আয়োজন করে থাকে এই কমিটি। আর এই বছর তাদের থিম ‘পুষ্পবৃষ্টি’। তবে প্যান্ডেল থিমের হলেও প্রতিমা হতে চলেছে একেবারে সাবেকি।
আর যদি আসি ভোগের কথায়, তাহলে অষ্টমীর দিন ৩টি গ্রামকে নিয়ে মহাভোগের আয়োজন করতে চলেছে মার্সিলাগড় আলমপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি। আর প্রথা মেনে দশমীর দিন সিদুরখেলার পরেই মা দূর্গাকে বিসর্জন দেওয়া হয়ে থাকে।তাহলে কলকাতার বাইরে ভালো দুর্গাপুজো দেখতে অবশ্যই আসতে হচ্ছে মার্সিলাগড় আলমপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোয়।