মঙ্গলে সত্যি আছে প্রাণের অস্তিত্ব

প্রাণে ভরা আমাদের এই বসুন্ধরা, এই সৌরজগতের মধ্যে একমাত্র প্রাণে সমৃদ্ধ গ্রহ| যদি পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে প্রাণ থাকতে পারে তা হলো ‘লাল গ্রহ’! বুঝতেই পারছেন কার কথা বলা হচ্ছে, মঙ্গল গ্রহ|

বৈজ্ঞানিকরা দীর্ধ সময় ধরে গবেষণা করে দেখেছেন, এই লাল গ্রহে প্রচুর জলে ভর্তি হ্রদ ছিল, সেইসব জায়গা গুলিতে এখন দেখা যায় বিশাল বিশাল পাহাড় যা বালি ও পাথরের তৈরী| মঙ্গলে এইরকম একটি জায়গা হলো জেঝেরো ক্রেটার, বিজ্ঞানীদের মতে এককালে সেখানে ছিল বড় বড় জলের হ্রদ, তাই সেখানে প্রাণ থাকার সম্ভবনাও প্রচুর| এই জন্য নাসা আগামী বছর অর্থাৎ ২০২০ সালে একটি অ্যাডভান্স রোভার স্পেসশীপ পাঠাবে বলে জানিয়েছে| আরো জানা গেছে, এই অত্যাধুনিক রোভারটি লাল গ্রহের মাটি খুঁড়ে সেখানে কোনো প্রাণী বা উদ্ভিদের জীবাশ্ম আছে কিনা তা পর্যবেক্ষণ করতে সক্ষম হবে| এর ফলে জানা যাবে কোটি কোটি বছর আগে সেইসব জলেপুর্ণ হ্রদগুলিতে আদৌ কি কোনো জীব বা অণুজীবের অস্তিত্ব ছিল বা আছে কিনা| আগামী বছর নাসার এই পদক্ষেপটি সফল হলে আমাদের বৈজ্ঞানিকরা আরো এক ধাপ এগিয়ে যাবে সৌরমন্ডলে প্রাণের খোঁজ চালাতে| একবার চোখ রাখতে পারেন গতমাসে প্রকাশ পাওয়া ইউটিউবের এই ভিডিওটির ওপর|

এটা শেয়ার করতে পারো

...

Loading...