স্থলভূমি থেকে প্রায় ৩৪,০০০ ফিট উঁচুতে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এক দম্পতি| সিডনি থেকে অকল্যান্ড যাওয়ার জেটস্টার ফ্লাইট ২০১-এর অভ্যন্তরে চারহাত এক হয় নিউজিল্যান্ডের বাসিন্দা ক্যাথি ভ্যালিয়েন্ট এবং অস্ট্রেলিয়ার বাসিন্দা ডেভিড ভ্যালিয়েন্টের| সামাজিক বিয়েকে এক নতুন লেভেলে নিয়ে যাওয়ার জন্যেই এই সিদ্ধান্ত, জানালেন নবদম্পতি|
বাড়ি থেকে অনেক দুরে, মাঝআকাশে গাটছড়া বাঁধতে পেরে যারপরনাই খুশি এই যুগল| তারা জানিয়েছে, বিমানের কেবিনের মধ্যেই বিয়ের ব্যবস্থা করেন তারা| তাদের এই অভিনব সিদ্ধান্তকে সম্মান জানাতে সেই মুহুর্তে বিমানে উপস্থিত সমস্ত যাত্রী এবং কেবিন ক্রু দাঁড়িয়ে তাদের অভিনন্দন জানান| জানা গেছে, এই যুগলে প্রথম সাক্ষাত হয় অনলাইনে| দুজনই ‘এয়ারপোর্ট সিটি’ নামক একটি গেম খেলতেন| সেখান থেকেই দুজনের পরিচয়| দুজনের সম্মতিতে তারা প্রথমবার দেখা করেন সিডনি বিমানবন্দরে| সেখানেই তারা সিদ্ধান্ত নেন বিমানে চড়াকালীন বিয়ে করার|
ক্যাথি জানিয়েছেন, তাদের দুজনের বিমানে চড়ার প্রতি ভালবাসাই তাদের এক করেছে| তিনি আরও জানান, পূর্বপরিকল্পনা মতো, কথা ছিল ডেভিড ব্রিসবেন থেকে মেলবোর্ন যাওয়ার পথে বিমানেই প্রেম নিবেদন করবেন ক্যাথিকে| কিন্তু উদ্বেগের বশবর্তী হয়ে কাজটি করতে পারেননি ডেভিড| এরপরেই তিনি সিদ্ধান্ত নেন বিমানে বিয়ে করার| ক্যাথি জানান, বিয়ে নিয়ে স্মরণীয় কিছু করার ইচ্ছে ছিল তার| তাই ক্যাথি জেটস্টার বিমান কর্তৃপক্ষের সোশ্যাল হ্যান্ডে একটি চিঠি লেখেন তার স্বপ্নের কথা বর্ণনা করে| বিমান কর্তৃপক্ষও তাতে রাজি হয়ে যায়|আর তারপরেই দেখা যায় মাঝআকাশে বিয়ের অভিনব দৃশ্য|