শুটিং বিশ্বকাপে সোনা জয় মানু-সৌরভের

ব্রাজিল এর রিও ডি জেনেরিওতে আয়োজিত আইএসএসএফ বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপে ভারতের সাফল্য এতদিন ধরে ছিল অসামান্য। আর শেষদিনে যাকে বলেআইসিং অন দি কেকহয়ে দাঁড়াল মানু ভাকের সৌরভ চৌধুরি স্বর্ণপদক জয়। পাশাপাশি একই ইভেন্টে রুপো জিতলেন যশস্বিনী দেশওয়াল অভিষেক ভর্মা 

মঙ্গলবার ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের মিক্সড ডাবস ফাইনালে শুরুতে ফর্মে ছিলেন না মানু ভাকের সৌরভ চৌধুরি। একসময় তারা -১৫ ব্যবধানে পিছিয়ে ছিল। কিন্তু তারপর, পরবর্তী চারটি রাউন্ডে দুর্দান্ত প্রদর্শন করেন মানু-সৌরভ জুটি শেষপর্যন্ত আরও এক ভারতীয় জুটি যশস্বিনী-অভিষেককে ১৭-১৫ ফলে হারিয়ে সোনার পদক ছিনিয়ে নেয় তারা।

এই স্বর্ণ রৌপ্য পদক জয়ের ফলে ভারত এই বিশ্বচ্যাম্পিয়নশিপ-এর পদক তালিকায় শীর্ষস্থান দখল করল। মোট ৫টি সোনা, ২টি রুপো ২টি ব্রোঞ্জ পদক জয় করে ভারতীয় শুটাররা। এখনও পর্যন্ত শুটিং বিশ্বকাপের ইতিহাসে এরকম সাফল্য কোনও ভারতীয় দলই পায়নি। টোকিও অলিম্পিক্স এর আগে মানু ভাকের, অপূর্বী চান্ডেলাদের হাত ধরে এরকম দুর্দান্ত সাফল্য নিঃসন্দেহে আত্মবিশ্বাস যোগাবে তা বলাই বাহুল্য।

এটা শেয়ার করতে পারো

...

Loading...