Manu Bhaker: দুর্গাপুজোয় কলকাতায় আসছেন অলিম্পিক পদকজয়ী মনু ভাকের

শহর কলকাতায় দুর্গাপুজোর বাদ্যি বেজে গেছে। আজ বাদে কাল মহালয়া। আর তারপর থেকেই শুরু হয়ে যাবে দুর্গা পুজোর উৎসব। কিন্তু এরই মাঝে সুখবর, কলকাতায় আসছেন ২০২৪ সালের অলিম্পিকে প্রথম ভারতীয় মহিলা হিসেবে জোড়া পদক জয়ী মনু ভাকের। যুদ্ধং দেহি মনোভাবে পদক জয়ে যিনি সারা ভারতবাসীর কাছে গর্বের।

দমকলমন্ত্রী সুজিত বসুর পুজো শ্রীভূমি কলকাতা শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো। এবার সেই পুজোর মন্ডপেই দেখা যাবে তাঁকে। ৫ ই অক্টোবর শনিবার দুপুরে সরাসরি শ্রীভূমির পুজোয় উপস্থিত হবেন তিনি। এরপর মহিলা ফুটবল দলকে আগামী ভবিষ্যতের জন্য উৎসাহ দেবেন। কিন্তু এখানেই শেষ নয়, এরপর বাইপাসের ধারে ‘তাহাদের কথা’ নামে একটি অনুষ্ঠানে যোগ দেবেন অলিম্পিকজয়ী তারকা মানু ভাকের। এই অনুষ্ঠানের পর বারুইপুরের পদ্মপুকুরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের পুজো মণ্ডপে উপস্থিত হবেন অলিম্পিয়ান।

প্রসঙ্গত, ভারতীয় অলিম্পিকের ইতিহাসে রেকর্ড গড়েছেন মানু। বর্তমান বছরের প্যারিক অলিম্পিকে ১০ মিটার এয়ার রাইফেল শুটিং ক্যাটাগরিতে ব্রোঞ্জ জিতে নেন তিনি। কিন্তু একটি নয়, এই টুর্নামেন্টে জোড়া ব্রোঞ্জ রয়েছে মনুর দখলে। এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জেতার পাশাপাশি ১০ মিটার এয়ার পিস্তলের মিশ্র দলগত ইভেন্টেও ব্রোঞ্জ জিতেছেন তিনি সরবজ্যোত সিংয়ের সঙ্গে।

ওইদিন সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন ক্ষেত্রে যে নারীরা সমস্ত বাধা-বিপত্তি প্রতিবন্ধকতাকে দূর করে স্বমহিমায় নিজেদের প্রতিষ্ঠিত করছেন তাদেরকে সংবর্ধনা দেবেন মনু। এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত। অতীতে তার উদ্যোগে অলিম্পিকে সোনা জয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরাজ চোপড়া ‘তাহাদের কথা’ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। এছাড়াও বিভিন্ন সময় ফুটবল সম্রাট পেলে, মারাদোনা, ভালদেরামা, রোনাল্ডিনহো, মেসির সতীর্থ বিশ্বকাপ বিজয়ী গোলরক্ষক মার্টিনেজকে কলকাতায় নিয়ে এসে চমক দিয়েছিলেন তিনি। তাই বলাই যায়, এই অনুষ্ঠানে বিশ্বজয়ী মহিলা মানু ভাকের সব নারীদের মনবল বাড়াতে গুরুত্বপূর্ণ ভূলিকা পালন করবে।

দুর্গাপুজোতে আপামর বাঙালি নারীশক্তির আরাধনা করেন। তাই এই বছর বিশ্ব দরবারে যিনি দক্ষতার সাথে আমাদেরকে এগিয়ে চলার উৎসাহ জুগিয়েছে, তাঁর উপস্থিতি এই পুজোর আমেজকে আরও সার্থক করে তুলবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...