Shooter Manu Bhaker: প্রথম মহিলা শুটার হিসেবে ভারতের ঘরে পদক এল মনু ভাকের হাত ধরে

প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনেই পদক জয়ের সূচনা হল ভারতের। মাত্র ২১ বছর বয়সে ভারতের প্রথম মহিলা শুটারের হিসেবে মনু ভাকের (Manu Bhaker) হাত থেকে ধরে মেডেল এল ভারতের ঘরে। প্রায় ১২ বছর পর শুটিং-এ পদক জিতল ভারত। এই জয়ে উচ্ছ্বসিত সারা ভারতবাসী।

হাইলাইটস:

১। অলিম্পিক্সের দ্বিতীয় দিনেই পদক এল ভারতের ঘরে

২। শুটিং-এ পদক জিতল মনু ভাকের

৩। প্রায় ১২ বছর পর শুটিং-এ পদক জিতল ভারত

তার সংগ্রামটা অনেকদিনের। কিন্তু তা পেরিয়ে আসার মনের জোর ছিলো বলেই আজ জয়ের সিঁড়ি চড়েছেন হরিয়ানার মেয়ে মনু ভাকের। শনিবার যোগ্যতা অর্জন পর্বে তার তৃতীয় স্থান অধিকার করাতেই সারা বিশ্ববাসী আশায় বুক বেঁধেছিল। সে আশা মুছে দেননি। রবিবার ফাইনালে অসামান্য খেলে তৃতীয় স্থানেই শেষ করলেন তিনি। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করলেন দক্ষিণ কোরিয়া, চিনের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে। শেষ শটের আগেও তার অবস্থান ছিল দ্বিতীয়। কিন্তু শেষ শটে তিনি ১০.৩ মারেন আর তার চিনা প্রতিযোগী ১০.৫ মারেন আর তাতেই এগিয়ে যায় চিন আর মনু জিতে নেন ব্রোঞ্জ পদক। মাত্র ০.১ এর ব্যবধানে রুপো হাতছাড়া হলেও নিজের সাফল্য নিয়ে আশাবাদী তিনি। আর সেটাই তিনি জানালেন তার অনুরাগীদের। তিনি ১০০ শতাংশ দিয়েছেন নিজের খেলাকে, এবার বাকিটা ভাগ্যের হাতে।

আগের বার টোকিয়ো অলিম্পিক্সে চোখ ভরা জল নিয়ে ফিরতে হয়েছিল তাকে। সেখানে যোগ্যতা অর্জন পর্ব শেষ করতে পারেননি তিনি। হঠাৎ বন্দুক খারাপ হয়ে যায় তার। ফলে সেটা বদলে অন্য বন্দুক দিয়ে খেললেও তা মনবল নষ্ট করে দেয়। সেদিন শুটিং রেঞ্জেই ডুকরে কেঁদে উঠেছিলেন তিনি। কিন্তু সেই খেলা তাকে শিখিয়েছে অনেক। তিন বছরে তিনি মানসিকভাবে অনেক দৃঢ় এবং খেলায় তিনি আরও পারদর্শী হয়ে উঠেছেন। ফলে তার ঝুলিতে এল ২০২৪ সালের অলিম্পিক্সের প্রথম মেডেল। কোটি কোটি ভারতবাসীকে গর্বিত করলেন তিনি।

এরপর অলিম্পিক্সের তৃতীয়দিনে শুটিংয়ে মিক্সড ইভেন্টে কোয়ালিফিকেশনে, ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে নামছেন মানু ভাকের ও সর্বজিৎ সিং। অন্য আরেকটি টিম হল রিদিম সাঙ্গওয়ান ও অর্জুন চিমা সিংয়ের। এই মিক্সড টিম ইভেন্ট থেকে চারটে দল যাবে পদক রাউন্ডে। দ্বিতীয় দিনের পদক জয়ের পর আশান্বিত ভারতবাসী।

এটা শেয়ার করতে পারো

...

Loading...